নাসির দীর্ঘদিন জাতীয় দলে সফল না হওয়ার রহস্য কী ? তা জানালেন নিজেই !
দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না অলরাউন্ডার নাসির হোসেন। চলতি বছরে দেশের মাটিতে অনুষ্ঠিত আফগানিস্তান আর ইংল্যান্ড সিরিজে দিলে ডাক পেলেও নিউজিল্যান্ড সিরিজে ২২ সদস্যের দলের মধ্যে ছিলেন না এই অলরাউন্ডার।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দল যখন নেলসনে নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ওয়ানডেতে পরাজয় বরণ করে নিয়েছে তখনই সিলেট স্টেডিয়াম থেকে চমক জাগানো এক খবর এলো। নাসির হোসেন ঘরোয়া ক্রিকেটে নিজের প্রথম দ্বিশতক গড়ার কৃতিত্ব অর্জন করার খবরটা নির্বাচকদের নির্বাচনকে আরও প্রশ্নবিদ্ধ করে দিলো।
৩৪৩ বলে খেলে ২৪টি চার আর ৩ ছয়ের ইনিংসটা জাতীয় দলে নাসিরের না থাকার আক্ষেপটা আরও বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে নাসির শেষ অর্ধশত বা ততোধিক রান করেছেন ৩ বছর আগে, ২০১৩ সালে। টেস্টে তারও এক বছর আগে অর্থাৎ ২০১২ সালে।
এমন এক ইনিংস খেলে বেশ আনন্দিত নাসির। তবে ঘরোয়া ক্রিকেট বা জাতীয় দল সবখানেতেই নাসির যে অর্ডারে ব্যাট করতে নামেন সেখানে এরকম ইনিংস খেলাটা কঠিনই বটে।
নাসির বললেন ঠিক তাই, ‘আমি ঠিক যে পজিশনে খেলি সেখানে শতরান করাটাও কঠিন। ঘরোয়া ক্রিকেট বা প্রিমিয়ার লিগেও একই কারণে সেঞ্চুরির দেখা পাইনা। আমি ব্যাট করতে নামার সময় ২০-২৫ ওভার হাতে থাকে।’
কিউই রাজ্যে টাইগারদের মলিন পারফর্ম্যান্স আর নিজের দলে না থাকাটা পোড়াচ্ছে নাসিরকে। তাই ভালভাবেই দলে ফেরার প্রত্যয়টা এভাবেই ব্যক্ত করলেন, ‘চেষ্টা করছি নৈপুণ্য দিয়ে হারানো জায়গাটা আবার ফিরে পেতে।
দল নির্বাচন বা দলের ব্যাপারগুলো তো নির্বাচক আর বোর্ডের হাতে। সেখানে আমি বা আপনি কিছুই করতে পারবোনা।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন