‘নাসির ভক্তের আকুতি, মি. ফিনিশারকে জাতীয় দলে ফেরত চাই’
ফিনিসার ম্যান খ্যাত নাসির হোসেনকে দলে ফেরত পেতে ক্রিকেট পাড়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাই চলছে আকুতি। এছাড়া বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে উপরের দিকে ব্যাটিং করে সাফল্য পাওয়ায় আলোচনাটা আরও রঙ ছড়িয়েছে।
মূলত এক বছর ধরেই জাতীয় দলে উপেক্ষিত হচ্ছিলেন নাসির হোসেন। প্রধান নির্বাচক ফর্মহীনতার কথা বললেও মূলত শৃঙ্খলাজনিত কারণেই গত কিছুদিন ধরে দলে অনিয়মিত তিনি।
সম্প্রতি নিউজিল্যান্ডের জন্য ঘোষিত ২২ সদস্যের স্কোয়াডে সুযোগ না পাওয়াটা নাসির ভক্তরা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না। নিউজিল্যান্ড সফরের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করবে এই ২২ ক্রিকেটার। আর এখানে সুযোগ হয়নি ‘ফিনিশার’ খ্যাত নাসির হোসেনের।
এজন্য নাসিরকে দলে ফেরাতে চট্টগ্রামে বিপিএলের উদ্বোধনী ম্যাচকে বেছে নিলেন এক নাসির ভক্ত। তিনি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন প্রথম ম্যাচের পুরোটা সময়জুড়েই। এই যুবকের প্ল্যাকাডে লেখা ছিল, ‘মি. ফিনিশারকে জাতীয় দলে ফেরত চাই’।
নাসিরকে দলে না নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের যুক্তি ছিল, ‘ওয়ানডেতে মোসাদ্দেক-সাব্বির আছে, তাছাড়া সৌম্যকেও নিউজিল্যান্ড সফরে নিচের দিকে ব্যাট করার
সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। একই পজিশনে এমন বেশ কয়েকজন ক্রিকেটার এসে যাওয়ায় নাসিরকে দলে রাখা যায়নি। আমরা বোলার হিসেবে নাসিরের চেয়ে শুভাগতকেই ভালো মনে করছি।’ এটাই হচ্ছে নাসিরকে প্রস্তুতি সফরে সুযোগ না দেওয়ার ব্যাখ্যা প্রধান নির্বাচকের।
অথচ আগের পরিসংখ্যান বাদ দিলেও চলতি বিপিএলে ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলে চলছেন নাসির। ৫ ম্যাচের মধ্যে তিনটিতে সুযোগ পেয়েছেন এই ফিনিশার। যাতে আছে ৩৮, ৪৩ ও ২০ রানের দারুণ তিনটি ইনিংস। এমন ইতিবাচক ক্রিকেট খেলার পর টেস্টে না হোক অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটে হলে জাতীয় দলে নাসিরকে চায় তার ভক্তরা।
নাসির অবশ্য কোনও কিছুই প্রমাণ দিতে চান না। এ ব্যাপারে তিনি একদিন আগেই সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘প্রতিটা ম্যাচেই ভালো খেলা গুরুত্বপূর্ণ। নিজেকে প্রমাণ করার কিছু নেই। আমি তো আর বাচ্চা নই যে নিজেকে প্রমাণ করতে হবে! আমার কাজ হচ্ছে রান করে ম্যাচ জেতানো। আমি এটাই করার চেষ্টা করছি।’-বাংলাট্রিবিউন
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন