রবিবার, জুলাই ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাড়ির টানে বাড়ির পানে সদরঘাটে

ঈদে নাড়ির টানে বাড়ির পানে ছুটছে মানুষ। ঢাকায় অবস্থানরত দক্ষিণাঞ্চলের মানুষ যাচ্ছে নৌপথে। ঢাকা সদরঘাটে তাই এখন ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেল ঘরমুখো মানুষের এই ভিড়।

সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা তখন জনারণ্যে পরিণত। ঠাসাঠাসি অবস্থানে ধাক্কাধাক্কি করে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ বাড়ি ফিরছে। ঢাকার বাইরে থাকা মানুষ হয়তোবা ভাবতেও পারবে না, কতোটা কষ্ট, অপেক্ষা আর প্রতীক্ষার পর তারা স্বজনের কাছে ফিরছে রাজধানী থেকে?

গতকাল সন্ধ্যা ৬টায় লঞ্চে উঠেছেন রাসেল নামে এক যুবক। গন্তব্য বরিশাল। সারা রাত লঞ্চে কাটিয়েছেন। তিনি তখনো জানেন না কখন লঞ্চ ছাড়বে।

রাসেল বলেন, ‘আমরা হলাম ব্যাঙ। আমাদের সঙ্গে তাই তারা খেলে। সেই সন্ধ্যা থেকে বসে লঞ্চে বসে আসি। রাত ১২টার পর থেকেই ছাড়বে ছাড়বে বলে এখন সকাল ৯টা বাজে লঞ্চ ছাড়ে না। আর বসে থাকতেও ভাল লাগছে না।

পুরো লঞ্চের ভেতরে মানুষে গিজগিজ করছে। নারী, পুরুষ ও শিশুদের যেন ভোগান্তর শেষ নেই। তারপরও নতুন করে মানুষ উঠানো হচ্ছে এই লঞ্চে।

কথা হয় আবুল হাসান নামে একজনের সঙ্গে। ক্ষুব্ধ তিনিও। তিনি গতরাত ৮টার দিকে লঞ্চে উঠেছেন। তিনিও জানেন না কখন লঞ্চ ছাড়বে। মিরপুরের একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি।

তিনি জানান, প্রতিবছর ঈদ আসলেই এই ঝামেলায় পড়তে হয়। সদরঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। বাচ্চা ছেলে-মেয়েদের নিয়ে এসে মানুষের ভোগান্তির শেষ নেই। কিন্তু তার এই বেদনার কথা শোনার মতোও কেউ নেই।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে মানুষের উপস্থিতি। যেন সদরঘাটে সারা ঢাকা থেকে মানুষের ঢল নেমেছে। পটুয়াখালীগামী লঞ্চে উঠেছেন সুরাইয়া আক্তার। তিনি মিরপুরের একটি ফ্যাক্টরিতে কাজ করেন। তিনি সকাল ৬টার দিকে বাসা থেকে রওয়ানা দিয়ে সাড়ে ৭টার দিকে লঞ্চে উঠেছেন। এই লঞ্চটিতে যাত্রীদের তেমন চাপ নেই। হয়তোবা মুহুর্তেই সে পরিবেশটি আর থাকবে না।

কথা হয় এই লঞ্চের সুরাইয়ার সঙ্গে। কখন লঞ্চ ছাড়বে জিজ্ঞেস করতেই তিনি বলেন, ‘তা জানি না। বাসা থেকে খাবার নিয়ে আসছি। জানতাম এমন হবে। আল্লাই বাড়ি নিলে যাব’, বলেই হাসলেন তিনি।

এরই মধ্যে ভোলাগামী একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে ঘাট থেকে। হই হুল্লোড় আর চিৎকার শুরু হলো চারদিকে। লঞ্চের ছাদে থাকা একদল তরুণ জোরে জোরে চিল্লাচ্ছেন। হাত নাড়ছেন। শত ভোগান্তির মধ্যেই সবগুলো তরুণের মুখেই ছিল আনন্দের ঝিলিক।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা