নায়ক শাকিব খান, ভিলেন বলিউডে রাহুল দেব!

বলিউড, তামিল, তেলুগু চলচ্চিত্রের জনপ্রিয় ভিলেন রাহুল দেব। এতদিন তাকে ভারতীয় নায়কদের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখো গেলেও, এবার প্রথমবারের মতো বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে।
যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘শিকারি’ ছবির শুটিংয়ের জন্য ১৪ মার্চ থেকে কলকাতায় অবস্থান করছেন শাকিব খান। ইতিমধ্যে সেখানে কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। সেখানেই হঠাৎ দেখা মিলে ভিলেন রাহুল দেবের। তখনই জানা যায়, ‘শিকারি’ ছবিতে ভিলেন হিসেবে অভিনয় করছেন তিনি।
এদিকে শাকিব খান ও রাহুল দেবের মধ্যে ইতিমধ্যেই সৌজন্য সাক্ষাৎ হয়েছে। কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের ছবি নিয়ে আলোচনাও করেছেন তারা।
উল্লেখ্য, বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের প্রযোজনায় নির্মাণাধীন ‘শিকারী’র সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু ও পেলে চ্যাটার্জি। বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেবের পরিচালনায় ছবিতে শাকিব খান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং কলকাতার রাহুল দেব, সব্যসাচী, লিলি প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন