নায়লাকে পাঁচ মিনিট আমাকে আড়াই ঘন্টা…
শুক্রবার দেশের প্রায় ১০০টির বেশী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী নাগ অভিনীত দ্বিতীয় ছবি ‘রানআউট’। এরইমধ্যে ছবিটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশাল কলেবরে, বাণিজ্যিকভাবে ছবিটি নিয়ে মুক্তির বিষয় নিয়ে দারুণ উচ্ছ্বসিত মৌসুমী নাগ।
সম্প্রতি ‘রানআউট’ নিয়ে মিডিয়ার সামনে মৌসুমী নাগ বলেন, ডিরেক্টরের অসাধারণ ডিরেকশন। শর্টে নতুনত্ব আছে। আরেকটা কারণ অনেকদিন পর গানে ফিরল ভাইকিংস। গানগুলো দুর্দান্ত হয়েছে। আর গল্পটা তো একেবারে অন্যরকম। এটা নিয়ে আমার কোন রাগ-ক্ষোভ নেই। বরং নায়লাকে পাঁচ মিনিট দেখতে গিয়ে আমাকে আড়াই ঘন্টা দেখলে তো বিষয়টা মন্দ না! বেবি হওয়ায় আমি রানআউটের প্রচারণায় থাকতে পারিনি। সে সময় ওরা খুব সাপোর্ট করেছে।
মৌসুমি ১৮+ নিয়ে বলেন, দর্শক নায়লাকে পাঁচ মিনিট দেখতে গিয়ে আমাকে আড়াই ঘন্টা দেখলে তো বিষয়টা মন্দ না! আসলে আমাদের গল্পেটাই এরকম। আমাদের গল্পে অনেকগুলো শেড আছে। ডার্ক সাইট আছে। যেটা হয়তো ১৮ বছর বয়সীদের নিচে না দেখাই ভালো। এই কারণে ডিরেক্টর-প্রডিউসাররা পোস্টারে এমনটা লিখেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন