নায়াগ্রা জলপ্রপাত দর্শনে মৌসুমী-সানী

নায়াগ্রা জলপ্রপাত দর্শন করলেন তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। গতকাল রবিবার সেখানেই ভালোবাসার কিছু মুহূর্ত কাটাতে হাজির হয়েছিলেন তাঁরা। কানাডার টরেন্টোতে দুই দিনব্যাপী রূপায়ণ বাংলাদেশ ফেস্টিভ্যালে যোগ দিতে এসে নায়াগ্রা জলপ্রপাত দর্শনের সিদ্ধান্ত নেন এ দম্পতি।
যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে ফারদিন এহসানের কাছেও যাওয়ার কথা রয়েছে তাঁদের। এই ফাঁকে রবিবার মৌসুমী-ওমর সানী দম্পতি ঘুরে বেরিয়েছেন কানাডার বিভিন্ন দর্শনীয় স্থানে, যার অংশ হিসেবে হাজির হয়েছিলেন নায়াগ্রা নদীর ওপর অবস্থিত নায়াগ্রা জলপ্রপাতে। সেখানে সেলফিও তোলেন তাঁরা। আর তা অগণিত ভক্তদের উদ্দেশে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। রবিবার দুপুরে অভিনেত্রী মৌসুমী তাঁর অফিসিয়াল ফেসবুক পেইজে ওমর সানীর সঙ্গে তোলা একটি সেলফি প্রকাশ করে তাতে লেখেন, ‘ইউথ মাই রিয়েল লাইফ হিরো। ভালোবাসার সঙ্গে, ভালোবাসার মুহূর্তে।’
উল্লেখ্য, ২১ ও ২২ মে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হয় ‘রূপায়ণ বাংলাদেশ ফেস্টিভ্যাল-২০১৬’। এতে নেন তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। টরেন্টো থেকে ২৪ মে যুক্তরাষ্ট্রে যাবেন তাঁরা। সেখানে ছেলের সঙ্গে কিছুদিন কাটিয়ে চলতি মাসের শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁদের।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন