নায়িকা ঈশানার জামিন
মানহানির মামলায় জামিন পেয়েছেন লাক্সতারকা নায়িকা ঈশানা ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
মঙ্গলবার তিনি মহানগর হাকিম মেহের নিগার সূচনার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এরপর আদালত ৫ হাজার টাকার বন্ড ও এক জনের জিম্মায় তার জামিন মঞ্জুর করেন।
ঈশানা বলেন, ‘এই মামলাটি আমার জন্য বিব্রতকর। এটি সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। তবে আদালতের প্রতি আমার সবসময় শ্রদ্ধা ছিল। আর আমি আদালতের নিয়মেই এই মামলা থেকে জামিন নিয়েছি।’ প্রযোজক ও অভিনেতা মারুফ খান গত ৩ ফেব্রুয়ারি ঈশানার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করেন।
এই মামলায় ঈশানাকে গত ২২ মার্চ আদালতে হাজিরার জন্য সমন জারি করা হয়। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সৃচনা। আদালতে হাজির না হওয়ায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পাশাপাশি আগামী ২৭ জুন পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তির জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয়। তারই প্রেক্ষিতে আপিল করে জামিন পেয়েছেন ঈশানা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন