নায়িকা ঈশানার জামিন

মানহানির মামলায় জামিন পেয়েছেন লাক্সতারকা নায়িকা ঈশানা ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
মঙ্গলবার তিনি মহানগর হাকিম মেহের নিগার সূচনার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এরপর আদালত ৫ হাজার টাকার বন্ড ও এক জনের জিম্মায় তার জামিন মঞ্জুর করেন।
ঈশানা বলেন, ‘এই মামলাটি আমার জন্য বিব্রতকর। এটি সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। তবে আদালতের প্রতি আমার সবসময় শ্রদ্ধা ছিল। আর আমি আদালতের নিয়মেই এই মামলা থেকে জামিন নিয়েছি।’ প্রযোজক ও অভিনেতা মারুফ খান গত ৩ ফেব্রুয়ারি ঈশানার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করেন।
এই মামলায় ঈশানাকে গত ২২ মার্চ আদালতে হাজিরার জন্য সমন জারি করা হয়। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সৃচনা। আদালতে হাজির না হওয়ায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পাশাপাশি আগামী ২৭ জুন পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তির জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয়। তারই প্রেক্ষিতে আপিল করে জামিন পেয়েছেন ঈশানা।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন