না থেকেও আছেন তামিম

সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল রয়েছেন দেশের বাইরে। আর এদিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমে এশিয়া কাপের প্রথম ম্যাচেই হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। দেশের মাটিতে ভারতের বিপক্ষে হারের পর গতবারের ফাইনালিস্ট বাংলাদেশের কাছে তামিমের অভাবটা যেন প্রকট হয়ে উঠেছে।
বাংলাদেশের পরাজয় হার ছুঁয়ে গেছে তামিমকেও। ফেসবুকে তিনি দলকে উৎসাহ জুগিয়ে পোস্টও দিয়েছেন। কিন্তু তাতে কি আর অভাব ঘুঁচে তামিমের? সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার অসাধারণ পারফরম্যান্স ছিল। এশিয়া কাপে তাই তা না থাকাটা যেন বাংলাদেশী ভক্তদের আক্ষেপেই পোড়াচ্ছে।
পিএসএলে ৬ ইনিংসে ব্যাট করে ৩টিতেই অর্ধশত রান করেছেন তামিম। পিএসএলের সেরা রান সংগ্রাহকদের তালিকায় তার অবস্থান পঞ্চমে। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান পাকিস্তানের উমর আকমল। লাহোর কালান্দার্স ৭ ম্যাচে ৭ ইনিংসে ব্যাট করে ৩৩৫ রান সংগ্রহ করেছেন। আর পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল সংগ্রহ করেছেন ২৬৭ রান। পেশওয়ার জালমির হয়ে ৬ ম্যাচে ৬ ইনিংসে ব্যাট করেছেন তিনি। এক ইনিংসে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান অপরাজিত ৮০।
পিএসএলের কল্যাণে তামিম প্রমাণ করে দিয়েছেন যে টি২০ ক্রিকেট বেশ ভালই খেলতে পারেন তিনি। আর সেখানেই তামিমকে নিয়ে বাংলাদেশের অভাববোধটা কাজ করছে। কেননা, এশিয়া কাপ যে এবার টি২০ ফরম্যাটে হচ্ছে। আর বাংলাদেশ দলে সত্যিকারের টি২০ খেলোয়াড়ের অভাবও রয়েছে! এশিয়া কাপে তাই ঘুরে ফিরেই আসছে তামিমের কথা। না থেকেও এই আসরে রয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন