নিউজিল্যান্ডের বিপক্ষে এবার টাইগার দলে ডাক পেলেন নতুন এই লেগ স্পিনার!
ইংল্যান্ডের দ্বিতীয় প্রস্তুতিমূলক দু’দিনের ম্যাচেই নিজেকে চেনাতে পেরেছিলেন তানভির হায়দার। ৫৩ রান দিয়ে চার উইকেট পেয়ে যান লেগ স্পিনিং এই অলরাউন্ডার। আর চারটা উইকেটই ছিল গুরুত্বপূর্ণ।
জো রুট, জনি বেয়ারস্টো এবং জস বাটলার – প্রতিপক্ষের ব্যাটিং স্তম্ভের এই তিনজনকে বিদায় করে দিয়েছিলেন তিনি। এবার সেই পারফরম্যান্সের ফল পাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আসন্ন ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের জন্য বিবেচনা করছে।
২৫ বছর বয়সী তানভির জাতীয় ক্রিকেট লিগে রংপুরের হয়ে খেলেন। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে কলাবাগান ক্রীড়া চক্রে।
২৬ ডিসেম্বর ওয়ানডে ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড সফর। সেই দলে তানভিরের ডাক পাওয়ার অর্থ হল আপাতত বাংলাদেশ আরেক লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের অধ্যায় আপাতত বন্ধ হয়ে যাচ্ছে।
সফরের আগে অস্ট্রেলিয়ায় দিন দশেকের কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। সেই ক্যাম্পে এই তানভির বাদেও থাকতে পারেন অনুর্ধ্ব ১৯ দলের হয়ে গত বিশ্বকাপ খেলা বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও পেসার হান্টের আবিস্কার এবাদত হোসেন। এই দু’জন সহ মোট ২২ জনের দল হবে। দু’জনকে রাখা হবে স্রেফ দলের পরিবেশ বুঝে নেওয়ার জন্য।
বাকি ২০ জন থেকে আলাদা আলাদা করে ১৫ জন নিয়ে টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটের দল গঠন করা হবে। দল একরকম গুছিয়ে এনেছেন নির্বাচকরা। শিগগিরই দল ঘোষণা করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন