নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরছি: মোস্তাফিজ
আফগানিস্তান ও ইংল্যান্ডের মতো দুটি সিরিজে দর্শক হয়ে থাকতে হয়েছে বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে। কাঁধের অস্ত্রোপচারের কারণে তাঁকে পায়নি টাইগার একাদশ। তবে শিগগিরই মাঠে ফিরছেন দেশসেরা এই পেসার। নিজের ফেইসবুকে এমনটি জানালেন মোস্তাফিজ। ‘নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিজ মাঠে ফিরছে।’
ইংল্যান্ডের মাটিতে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজ। এরপর গত ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করেন প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেস।
অস্ত্রোপচারের পর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চলে মোস্তাফিজের পুনর্বাসন। যদিও মোস্তাফিজকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে বলে জানান অ্যান্ড্রু ওয়ালেস।
কিন্তু বিসিবির প্রধান চিকিৎসক মনে করছেন, সবকিছু ঠিক থাকলে মোস্তাফিজের সেরে উঠতে পুরো ছয় মাস লাগবে না। সেক্ষেত্রে আসছে নিউজিল্যান্ড সফর দিয়েই মাঠে ফিরতে পারেন মোস্তাফিজ।
ক্রিকেটে যেভাবে পথচলা শুরু:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ছেলে মোস্তাফিজ। ৬ সেপ্টেম্বর ১৯৯৫ সালে তাঁর জন্ম। বাবা আলহাজ্ব আবুল কাশেম গাজী ও মা মাহমুদা খাতুনের কনিষ্ঠ ছেলে মোস্তাফিজ। চার ভাই ও দুই বোনের সংসারে বেড়ে ওঠা ফিজের শৈশবও ছিল বেশ দুরন্ত। পড়াশোনায় মন না দিয়ে সে সময়ই সাতক্ষীরার অনূর্ধ্ব-১৬, ১৮ ও ১৯ দলে দাপটের সঙ্গে খেলতেন মোস্তাফিজ। ক্রিকেটে আসার ক্ষেত্রে তাঁকে উৎসাহ দিয়েছেন মোস্তাফিজের সেজ ভাই মোখলেসুর রহমান।
কোনো একদিন মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাস্ট বোলিং ক্যাম্পে ট্রায়ালে আসেন মোস্তাফিজ। তখনই তাঁর বোলিং দেখে মুগ্ধ হন টাইগার কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সেখান থেকেই তাঁকে লুপে নেন বাংলাদেশ ক্রিকেট। এভাবেই ক্রিকেট পথচলা শুরু মোস্তাফিজের।
মোস্তাফিজের ক্যারিয়ার:
বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মোস্তাফিজ। ২০১৫ সালে ২২ গজে পথচলা শুরু মোস্তাফিজের। রঙ্গিন জার্সিতে এখন পর্যন্ত ৮টি ম্যাচে ২৬টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সাদা পোশাকে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪টি উইকেট। আর টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে ২২ উইকেট ঝুলিতে পুরেছেন মোস্তাফিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন