মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিউজিল্যান্ডের মিডিয়ায় জায়গা করে নিয়েছে মুস্তাফিজ

বাংলাদেশের সেনসেশন তিনি। স্লোয়ার আর কাটারে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পটু মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে গত ছয় মাস এই বাঁহাতি পেসারের সার্ভিস পায়নি বাংলাদেশ। তবে টাইগারদের নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচ ও প্রথম ওয়ানডেতে দলে ফিরেছেন তিনি।

যা কিউইদের বিপক্ষে সফরকারীদের বোলিং ডিপার্টমেন্টকে নিঃসন্দেহে উজ্জীবিত করবে। মুস্তাফিজকে বন্দনায় মুখর এবার নিউজিল্যান্ডের মিডিয়াও। কাটার মাস্টারের ওয়ানডে দলা ফেরা নিয়ে খুব গুরুত্বের সাথে সংবাদ করেছে দেশটির মিডিয়া। তাদের কোচও আগে মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন।

বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এরপর ২৬ ডিসেম্বর কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই দুটি ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে জায়গা পেয়েছেন কাটার মাস্টার।

দেশের জার্সি গায়ে জড়িয়ে গেল মার্চে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন মুস্তাফিজ। কাঁধের ইনজুরির কারণে জুলাইয়ের পর থেকে সব ধরনের ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। ইনজুরির কারণে অস্ত্রোপচার করান কাটার মাস্টার। তাইতো পুরোপুরি ফিট হতে ছয় মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে তাকে।

আসন্ন সিরিজে নিউজিল্যান্ডের পিচে বোলিংয়ে সাফল্যের জন্য মুস্তাফিজের দিকেই তাকিয়ে রয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের পত্রিকাগুলোতেও কাটার মাস্টারকে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে অভিষেকের পর থেকেই সাতক্ষীরার এই ক্রিকেটার যে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে আসছেন নিউজিল্যান্ড মিডিয়ায় সেটির বন্দনা লক্ষ্য করা যায়।

এখন পর্যন্ত ৯টি ওয়ানডেতে ২৬টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। বোলিং গড় ১২.৩৪। তার মধ্যে রয়েছে গত বছর ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট শিকারের কীর্তি। আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট টি-টুয়েন্টিতে ১৩ ম্যাচে ১৩.৯৫ গড়ে ২২ উইকেট নিয়েছেন এই বাহাতি পেসার।

দেশের হয়ে আবারো লাল-সবুজের জার্সি জড়িয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন মুস্তাফিজ। আবারো আগের মতো কাটার আর স্লোয়ারে প্রতিপক্ষকে ঘায়েল করবেন তিনি। যা দেখতে ‘দ্য ফিজ’ ভক্তরা রয়েছেন অধীর আগ্রহে।

প্রস্তুতি ম্যাচ ও প্রথম ওয়ানডের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায়, তানভির হায়দার।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি