নিউজিল্যান্ডে ম্যাচ জিততে চান মুশফিক
গত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় মুশফিক-মাশরাফিদের দারুণ সমর্থন দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবারও সেই সমর্থনের কমতি ছিল না। কিন্ত সিডনি থান্ডারের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বিসিবি একাদশ। ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ দিতে গিয়ে জানালেন, নিউজিল্যান্ডে কিছু ম্যাচ জিতবেন তারা।
অপরিচিত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করছে বাংলাদেশ। উদ্দেশ্য, পাশের দেশ নিউজিল্যান্ডের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি টুর্নামেন্টের শীর্ষ দুই দল সিডনি থান্ডার আর সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা। আগের ম্যাচটি ডাকওয়ার্থ লুইস মেথডে জিতলেও, থান্ডারের বিপক্ষে ছয় উইকেটে পরাজিত হয়েছে সৌম্য-রুবেলরা।
এই ম্যাচের পর অধিনায়ক মুশফিক পরিচিত কন্ডিশনে খাপ খাওয়ানোটা সহজ ছিল না সেটা উল্লেখ করেন। সিডনির স্পটলেস স্টেডিয়ামের এই অভিজ্ঞতা থেকে পাওয়া আত্মবিশ্বাস নিউজিল্যান্ড সিরিজেও কাজে লাগবে বলে জানান তিনি। বিশেষ করে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সমর্থকদের সঙ্গে পেয়ে খুশি বাংলাদেশ জাতীয় দলের এই টেস্ট অধিনায়ক।
মুশফিক বলেন, ‘২০১৫ বিশ্বকাপেও যখন এসেছিলাম, দেখেছি বাংলাদেশের সমর্থকরা ভিড় করেছেন এবং সমর্থন জুগিয়েছেন।দুর্ভাগ্যজনকভাবে আমরা আজ জিততে পারিনি। তবে নিউজিল্যান্ডে কিছু ম্যাচ জিতব বলে আশা রাখি।’
গত কয়েকবছর ধরেই ঘরের মাটিতে ভালো সময় কাটছে বাংলাদেশ দলের।এবারের চ্যালেঞ্জটা দেশের বাইরে। চলতি ডিসেম্বর থেকে শুরু করে ২০১৭ সালের বড় একটা সময় বিদেশের মাটিতে ক্রিকেট খেলবে মাশরাফি-মুশফিকরা। তাই বিদেশের মাটিতে জয় নিয়েই ভাবনা দলের সদস্যদের।
এ প্রসঙ্গে মুশফিকুর রহিম বলেন, ‘দেশের মাটিতে আমরা খুব ভালো খেলছি। এখন দেশের বাইরে ভালো খেলাই আমাদের চ্যালেঞ্জ। ব্যাপারটা সহজ নয়, তবে কঠিনও নয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমরা একটু আগেই এসেছি। আশা করি, ছেলেরা এখান থেকে আত্মবিশ্বাস বয়ে নিয়ে যাবে এবং নিউজিল্যান্ডে ভালো করবে।’
১০ দিনের ক্যাম্প শেষে সোমবার অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেবে বাংলাদেশ দল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন