সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশে মাশরাফি.. প্রিয় দেশবাসী আমাদের সঙ্গে থাকুন !

শনিবার নেলসনের স্যাক্সটন ওভালে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ হারের পর মিডিয়া ব্রিফিং শেষে গণমাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কথাগুলো বলেন টিম বাংলাদেশের অধিনায়ক।

নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ হারার পর দেশবাসীকে দলের পাশে থাকার আহবান জানালেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মর্তুজা। তিনি বলেন, ‘আমরা এখানে ভালো করতে পারিনি ঠিক, কিন্তু গত দেড় বছর ধারাবাহিকভাবে অনেক ভালো খেলেছি।

সামনে আরও অনেক খেলা আছে। দেশবাসী যেমন আমাদের বিজয়ে সঙ্গে থাকেন, পরাজয়ের সময়ও সঙ্গে থাকলে এই খারাপ সময়টা আমরা সহজে পার করতে পারব।’

শনিবার নেলসনের স্যাক্সটন ওভালে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ হারের পর মিডিয়া ব্রিফিং শেষে বাংলা ট্রিবিউনের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কথাগুলো বলেন টিম বাংলাদেশের অধিনায়ক।

মিডিয়া ব্রিফিংয়ে হারের ব্যাপারে কোনও অজুহাত দাঁড় করতে চাননি মাশরাফি, ‘যেভাবে হেরেছি এর কোনও ব্যাখ্যা নেই। হারের ব্যাখ্যাটা দেওয়া অনেক কঠিন। আজ ড্রেসিং রূমে অনেকে বসে আমরা ভাবছিলাম আজ রানটা অনেক বড় হবে।

কিন্তু বারবার যা ঘটছে এরজন্যে খেলোয়াড়দের মনোসংযোগের ঘাটতিটাই দায়ী।’ ২৮০-২৯০ করতে পারলে জয়ের সম্ভাবনা তৈরি হতো মনে করেন অধিনায়ক। তামিম-ইমরুল সেভাবে শুরুও করেছিলেন। ১০২ রানে এক উইকেট! মাশরাফি বলেন, ‘এমন শুরু আমরা এর আগে সচরাচর করতে পারিনি। কিন্তু আজও মিডল অর্ডারের ব্যর্থতায় পারা গেল না। খেলোয়াড়দের মনোসংযোগের ঘাটতি ছাড়া এরজন্যে আর কাকে দায়ী করা যেতে পারে?’

দলের সিনিয়র ক্রিকেটাররা কী তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন? এ প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘ব্যক্তিগতভাবে কেউ কেউ হয়তো ভালো করছে। কিন্তু তা দলের পক্ষে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।’

মাশরাফি বলেন, ‘সাকিব প্রথম ম্যাচে ভালো খেলেছে। এই ম্যাচে ভালো খেলেছে তামিম। ইমরুল পরপর দুই ম্যাচ ভালো খেলেছে। কিন্তু এরকিছুই দলের জয়ের জন্য কার্যকর হয়নি।’ মাহমুদউল্লাহর দুর্ভাগ্য গত তিন ম্যাচে তিনি ভালো করতে পারেননি। সৌম্য ফর্মে থাকলে হয়তো এখানে এখনও ভালো খেলতে পারতো মনে করেন মাশরাফি, ‘মিডল অর্ডার যেভাবে ধসে গেছে সেই কারণে আমরা আমাদের কোনও সাফল্য ধরে রাখতে পারিনি।’

মাশরাফি বলেন, ‘গত তিনটি ম্যাচে দেখা গেছে আমরা একবার ব্যাটিং ভালো করলে পরেরবার বোলিং খারাপ করছি। ক্রাইস্টচার্চে ওই বড় চাপের মধ্যে থেকেও আমাদের ব্যাটিং ভালো হয়েছিল। নেলসন দ্বিতীয় ম্যাচটা আমাদের আয়ত্তের মধ্যে থাকা স্বত্ত্বেও জিততে পারিনি। ব্যাটিংয়ের সময় দেখা গেল আমরা শুরুটা করলাম ভালো। কিন্তু ওই ভালো অবস্থান থেকে দলকে টেনে নিয়ে যেতে পারেনি মিডল অর্ডার।’

ওয়ানডে সিরিজ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘উপমহাদেশের দলগুলো নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করতে পারে না। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে আমরা জয়ের একটি সম্ভাবনা তৈরি করেছিলাম। কিন্তু সে সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। অথচ আমাদের সে সামর্থ্য নেই তা কেউ বলবে না।’ মুশফিকের চোটের পর তার জায়গায় নুরুল হাসান ভালো খেলছেন। কিন্তু মুশফিকের অনুপস্থিতিতে দলের সবকিছু যেভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল তা পারেনি বাংলাদেশ, এমনটাই মত মাশরাফির।

উইকেট-কন্ডিশন এসব বিষয়ে মাশরাফি বলেন, ‘বিশ্বকাপের উইকেট আইসিসির চাহিদা অনুসারে ব্যাটিং উইকেট হয়। আমাদের গত বিশ্বকাপের শুরুটা ভালো ছিল। দলের খেলোয়াড়রা সবাই ভালো ফর্মে ছিল। এবারের নেলসনের উইকেট অনেকটা বিশ্বকাপের মতো ছিল। কিন্তু এখন আর এসব বলে কী লাভ। আমরা খারাপ খেলেছি।’ এই ভুলগুলো থেকে শিখে এগোতে চান মাশরাফি, ‘আগামীতে এসব থেকে শিক্ষা নিয়ে ভালো করতে হবে।’ দলে তানবীরের অন্তর্ভুক্তি আর তার থেকে প্রাপ্তি সম্পর্কে মাশরাফি বলেন, ‘তানবীর চেষ্টা করেছে। হয়তো সাফল্য পায়নি। এই কন্ডিশন তার জন্যে কঠিন ছিল।’ বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘কাউকে অভিযোগ দিয়ে বা অভিযুক্ত করেতো একটা টিমকে এগিয়ে নেওয়া যায় না। যেখানে সামনে আমাদের অনেক পারফর্ম করার আছে। সামনে কীভাবে ভালো করা যায় সেই চেষ্টাটি চালিয়ে নেওয়াই এখন থেকে আমাদের পরবর্তী লক্ষ্য।’-বাংলা ট্রিবিউন

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি