নিউজিল্যান্ড যাচ্ছেন না সুজন

২০১৪ সালের শেষ দিক থেকে দারুণ বদলে যায় বাংলাদেশ। ঘোরের মাঠে টানা ছয়টি সিরিজ জয়ের পর সম্প্রতিই ইংল্যান্ডের কাছে সিরিজ হারে তারা। দেশের মাঠে দারুণ সফলতার পর এবার লক্ষ্য দেশের বাইরে নিজেদের সাফল্য দেখানো। চলতি মাসের শেষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। তবে এ সফরে টাইগারদের সঙ্গে যেতে পারছেন না দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
বৃহস্পতিবার জাগোনিউজের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘পারিবারিক সমস্যা হওয়ার কারণে সুজন নিউজিল্যান্ড সিরিজে দলের সাথে যেতে পারছে না। তবে ও দলের সঙ্গে থাকলে ভালো হত। ও অনেক অভিজ্ঞ এবং সবার সঙ্গে ওর জানাশোনাটা বেশি। সাবেক অধিনায়ক হওয়ায় খেলোয়াড়দের সঙ্গে সাথে সম্পর্কটাও অনেক ভালো।’
বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যে কোচ-অধিনায়কের যেমন অবদান তেমনি সুজনের অবদানও কম নয়। দলের খেলোয়াড়দের বাড়তি প্রেরণা দিতে জুড়ি নেই এ সাবেক ক্রিকেটারের। তবে বাধ্য হয়েই তার পরিবর্তে সাব্বির খানকে পাঠাচ্ছে বিসিবি। নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে বাংলাদেশ। সেখান থেকেই নিজের কাজ শুরু করবেন সাব্বির।
‘নিউজিল্যান্ড যাবার আগে অস্ট্রেলিয়ায় আমরা বেশ কিছুদিন থাকবো এবং ওখানে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ আছে। এরপর নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে, টি টোয়েন্টি ও টেস্ট ও খেলবো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ক্রিকেট পরিচালনা বিভাগের কেউ থাকা দরকার। এই ভাবনা থেকেই সাব্বিরকে (সাব্বির খান) ম্যানেজার হিসেব পাঠাচ্ছি। আপাতত সুজনের জায়গায় সাব্বিরই লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করবে।’
উল্লেখ্য, নিউজিল্যান্ড সিরিজে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৯ ও ৩১ ডিসেম্বর আরও দুটি ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ৩, ৬ ও ৮ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। এরপর ১২-১৬ ডিসেম্বর প্রথম টেস্ট এবং ২০-২৪ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে মুশফিকবাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন