নিউজিল্যান্ড সফরের প্রাথমিক স্কোয়াডে চমক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই নিউজিল্যান্ডের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ডিসেম্বরে নিউজিল্যান্ডে পাড়ি জমাবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে কয়েকদিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল।
উল্লেখ্য নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নিউজিল্যান্ড সিরিজের পূর্বে সিডনিতে কয়েকদিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল। ক্যাম্প চলাকালীন বিগ ব্যাশ টুর্নামেন্টের গত আসরের চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের সঙ্গে আগামী ডিসেম্বর দুইটি প্রস্ততি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
সিডনির বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ ও নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতন ৩০ সদস্যের দলে রয়েছে বেশ কয়েকজন নবাগত মুখ। ডাক পেয়েছেন তরুণ উইকেট কিপার নুরুল হাসান সোহান। ডাক পেয়েছেন রবি পেসার হান্ট থেকে আসা এবাদত হোসেন।
ডাক পেয়েছেন নাজমুল হোসেন শান্ত । রয়েছেন তরুণ লেগ স্পিনার তানভির হায়দার। পেসারদের মধ্যে এবাদতের পাশাপাশি রয়েছেন শুভাশিস রয় ও মোহাম্মদ শহীদ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দুর্দান্ত পারফর্ম করা মেহেদী হাসান মিরাজও রয়েছেন ২২ সদস্যের দলে। সিডনি থান্ডারের বিপক্ষে দুইটি ম্যাচ হবে ১৪ ও ১৬ ডিসেম্বর।
প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। বাকি দুই ওয়ানডে ম্যাচ হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ শেষে যথাক্রমে ৩, ৬ ও ৮ জানুয়ারি ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সিরিজের প্রথম টেস্ট হবে শুর হবে ১২ জানুয়ারি ও শেষ ম্যাচ হবে ২০ জানুয়ারি।
স্কোয়াডঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস , মমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি মোর্তাজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিস রয়, মোহাম্মদ শহীদ, এবাদত হোসেন, তানভির হায়দার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন