নিখোঁজ হওয়া মানেই জঙ্গিতে যোগদান নয়: আইজিপি
নিখোঁজ হলে আতঙ্কিত না হওয়ার কিছু নেই জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, নিখোঁজ হওয়া মানেই জঙ্গিতে যোগদান করা নয়। অনেকে পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার কারণে চলে যায় আবার ফিরে আসে।
তারপরও পুলিশকে জানালে আমরা খুঁজে বের করে আনার চেষ্টা করি এবং অধিকাংশ ক্ষেত্রে সফল হয়েছি।
সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান।
এ সময় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, আবু কালাম সিদ্দিক, বিনয় কৃষ্ণ বালা গোপালগঞ্জের পুলিশ সুপারসহ ১৩ জেলার পুলিশ সুপার, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামীলীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু উপস্থিত ছিলেন। খবর বাসসের।
আগের যেকোন সময়ের চেয়ে বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো জানিয়েছে পুলিশ প্রধান বলেন, জঙ্গিরা ইদানিংকালে যে সমস্যার সৃষ্টি করেছিলো তা কঠোর হস্তে দমন করা হয়েছে। আমরা তাদের অনেক চাপে রেখেছি। তাদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছি। তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না।
দেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশে প্রসঙ্গে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বেশ কিছু রোহিঙ্গা কক্সবাজারে জনগনের সাথে মিশে গেছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ তাদের কথাবার্তা ও আচার-আচারণ ওই অঞ্চলে বসবাসকারীদের মতো। আমরা তাদের নজরদারিতে রেখেছি, যাতে তারা কোন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতের অবনতি ঘটাতে না পারে।
এর আগে আইজিপি গোপালগঞ্জ শহরে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত পুলিশ অফিসার্স মেসের উদ্বোধন করেন। পরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। সেখানে তিনি ফাহেতা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন