নিখোঁজের ১৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিখোঁজের ১৪ দিন পর চার বছর বয়সী শিশু মাইরুন নেছার মরদেহ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে আটটার দিকে ফতুল্লার বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন ফায়ার স্টেশনের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাইরুন নেছা ফতুল্লার শাসনগাঁও কলাবাগ এলাকার রোজিনা আক্তারের বাড়ির ভাড়াটিয়া লুৎফর রহমান ও আসমা বেগমের মেয়ে। লুৎফর রহমান বিসিকের ‘নিট কমপ্লেক্স’ নামে একটি গার্মেন্ট কারখানার নৈশপ্রহরী ও মা আসমা বেগম ‘জয়ার্প’ নামে একটি গার্মেন্টের শ্রমিক।
জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি শিশু মাইরুন নেছা নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ১০ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সোমবার রাতে স্থানীয়রা ডোবায় একটি শিশুর মরদেহ দেখে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শিশু মাইরুনের বলে সনাক্ত করে।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন