নিখোঁজের ২২ দিন পর শিবিরনেতার লাশ উদ্ধার
ঝিনাইদহ : নিখোঁজ হওয়ার ২২ দিন পর ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে জসিম উদ্দিন (২৪) নামে এক শিবিরনেতার হাত-পা বাঁধা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙ্গেরপাড়া গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জসিম উদ্দিন ঝিনাইদহ সদরের কালুহাটি এলাকার খলিলুর রহমান মণ্ডলের ছেলে। তিনি জেলা শহরের আলিয়া মাদ্রাসার ফাজিল বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
জসিম ঝিনাইদহের গান্না ইউনিয়নের শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা সাথী সদস্য ছিলেন বলে জেলা ছাত্র শিবিরের সভাপতি আনোয়ার হোসেন দাবি করেছেন।
নিহতের বড় ভাই সাইফুর রহমান জানান, গত ১২ ফেব্রুয়ারি তার ছোট ভাই জসিম সিলেট থেকে বাড়ি ফিরছিল। পথে রাজবাড়ীর গোয়ালনন্দে এসে সে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙ্গেরপাড়া গ্রামের মাঠে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ওই গ্রামের মাঠে কৃষকেরা অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন













