নিখোঁজের ৬ দিন পর নদ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরতলির গেরদা ইউনিয়নের বৌঘাটার কুমার নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত হায়দার মোল্লা (৬০) শহরের পূর্ব খাবাসপুর এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি)সাবেক সদস্য মোজাহারউদ্দিন মোল্লার ছেলে। পুরাতন ট্রাকস্ট্যান্ডে তাঁর একটি দোকান রয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, বেলা ১১টার দিকে কুমার নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে হায়দার মোল্লার লাশ উদ্ধার করে। তিনি গত ১৬ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন।
নিহতের ছোট ভাই আবু নাইম বলেন, হায়দার কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে লাশটি কুমার নদে ফেলে দেওয়া হয়।
এদিকে দুপুর ১২টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পশ্চিম বিলনালিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ গলায় দড়ি বাঁধা অবস্থায় হালিম মোল্লা (৭০) নামের একজনের লাশ উদ্ধার করে।
এসআই বেলাল হোসেন জানান, নিহত হালিম মোল্লার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফরিদপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষণকারী আটক
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় সাত বছরেরবিস্তারিত পড়ুন
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণেরবিস্তারিত পড়ুন
নদীতে ডুবে প্রাণ গেল চার শিশুর
ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজবিস্তারিত পড়ুন