‘নিখোঁজ’ বিএনপি নেতা আটক
নিখোঁজ হওয়ার ৫ দিন পর রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেনকে লালমনিরহাট সদর থেকে উদ্ধার করা হয়েছে।
আজ সকালে লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) সদস্যরাতাকে উদ্ধার করে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করে।
গত ১৯ নভেম্বর দিবাগত রাত থেকে ‘নিখোঁজ’ ছিলেন মোজাফফর। তাঁর পরিবার অভিযোগ করে আসছিল,
সাদাপোশাকের একদল লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাঁকে তুলে নিয়ে যান। পুলিশ ও র্যাবের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়।
লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম মাহাফুর রহমান জানান, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেনকে উদ্ধারের পর থানায় সোপর্দ করেছে র্যাব। র্যাবের বরাত দিয়ে তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় ঘোরাফেরা করার সময় র্যাবের একটি টহল দল মোজাফ্ফর হোসেনকে আটক করে।
মোজাফফরের ব্যাপারে এখন কী পদক্ষেপ নেওয়া হবে—জানতে চাইলে ওসি মাহফুজুর রহমান বলেন, ‘তাঁর (মোজাফফর) বিরুদ্ধে এখানে কোনো মামলা নেই। এ কারণে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন
ভিক্ষুক মুক্ত হচ্ছে লালমনিরহাট জেলা
মানুষের দ্বারে দ্বারে আর ভিক্ষাবৃত্তি নয়। সরকারই নিচ্ছে ভিক্ষুকের দায়।বিস্তারিত পড়ুন