শুক্রবার, মে ৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গোলাম রব্বানি হেলাল

“ নিচু মানের দল এনে বঙ্গবন্ধু নামের অমর্যাদা করা হচ্ছে”

আমরা জাতির পিতায় বিশ্বাসী।সব ক্ষেত্রে আমরা তার যথাযোগ্য মর্যাদা চাই। তিনি বিশ্বনন্দিত নেতা। কিন্তু দু:খের সঙ্গে আমি রক্ষ্য করছি, তাঁর মতো ব্যক্তিত্বের নামে অত্যন্ত নিঁচু মানের টুর্নামেন্ট করা হচ্ছে। ছোট করা হচ্ছে বঙ্গবন্ধুর নামকে। যেটা আমাকে মর্মাহত করেছে। মনে করি, আমার মতো মর্মাহত হয়ে থাকবেন অনেকেই।

বঙ্গবন্ধুর নামে নেপাল, শ্রীলঙ্কার মতো দল দিয়ে কিসের টুর্নামেন্ট? আমরা জাতির পিতার নামে এমন গাদি পচা টুর্নামেন্ট চাই না। কিন্তু বাফুফে প্রেসিডেন্ট সালাহউদ্দিন চান। তিনি নিচু মানের দল এনে সেখানে চ্যাম্পিয়ন হয়ে প্রধানমন্ত্রীকে দেখাতে চান বাংলাদেশ অনেক উন্নতি করে ফেলেছে। কিন্তু প্রধানমন্ত্রী স্পোর্টস ভালো করেই বুঝেন। ভিতরে ভিতরে ফুটবল নিয়ে তার হতাশা আছে। আমি গ্যরান্টি দিয়ে বলছি।

বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট করলে টাকার অভাব হয় না। এটা ভালো করেই জানেন সালাহউদ্দিন। তাই টাকা কামানোর মোক্ষম টুর্নামেন্ট হিসেবে এটাকে ব্যবহার করছেন তিনি। নিঁচু মানের এধরণের টুর্নামেন্ট করলে দেশের ফুটবলের কোন উন্নতি হবে না। ফুটবলের উন্নতি তারা চানও না। তাদের উদ্দেশ্য পকেট ভারি করা। বাফুফের সব কাজ করানো হচ্ছে কিরন নামের এক মহিলার কোম্পানীকে দিয়ে। ১০ টাকার বিল ৯০ টাকা করা হচ্ছে। সবার আগে কিরনের বিল পাস হয়ে যায়। তাকে এএফসিকে নিয়ে পর্যন্ত বসানো হয়েছে। তার মতো অযোগ্য মহিলাকে এএফসিতে বসানো খুবই লজ্জার ব্যাপার।কিন্তু দু:খের বিষয় ঐ মহিলার কথাতেই উঠে বসেন বাফুফে সভাপতি। এর রহস্য কি আমি জানি না।

আমিরুল ইসলাম বাবুর ব্যাকগ্রাউন্ড কি? তিনি কোন যোগ্যতা বলে স্থায়ীভাবে জাতীয় দলের ম্যানেজার হন? তকে ম্যানেজার করাটা দেশের ভাবমূতি নস্ট করেছে বলেই মনে করি আমি। একজন বেদেশি কোচকে বাবুর মতো ফুটবল ব্যাকগ্রাউন্ড বিহীন লোকের কথা শুনতে হয়। সেখান থেকে অমরা কি আসা করতে পারি? আমি বরাবরই এ পদে একজন সাবেক ফুটবলারকে চেয়েছি।

সাবেক সভাপতি টিটোও বাবুকে ম্যানেজার করেছিলেন। কিন্তু আমি এর প্রতিবাদ করি। আমরা টিটোকে সরিয়ে সালাহউদ্দিনকে বসিয়েছি।ভেবেছিলাম তিনি পারবেন। কিন্তু আমরা ধারণা ছিল সম্পূর্ণ ভুল। তিনিও নোংরা দলবাজি করছেন। আমরা যার জন্য টিটোকে সরালাম সেই কাজটিই করলেন সালাহউদ্দিন। অযোগ্য সেই বাবুকেই ম্যানেজার করা হলো। তাও স্থায়ীভাবে। এই বাবুকে নিয়ে এতো টানাটানি কেন? কারণ তিনি বিএনপির লোক। ভবিষ্যতের কথা চিন্তা করেই বাবুর মতো লোককে টানা ম্যানেজার করা। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে যাতে সভাপতি থেকে যাওয়া যায়- একারণেই বাবুকে ম্যানজার করা হচ্ছে।

বাবুর আরো গুণ আছে। তিনি পারেন না এমন কাজ নেই। তিনি মানুষের পা পর্যন্ত ধরতে পারেন। বাবুকে দিয়ে ভোটার ম্যানেজ করাও সালাহউদ্দিনের উদ্দেশ্য। এসব নোংরা পলিটিক্স করতে করতে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে হাস্যকর প্রতিষ্ঠানে পরিণিত করা হয়েছে। আজ ফুটবল ফেডারেশন ভবনে হামলা, ভাংচুর হচ্ছে।

বাফুফের মতো প্রতিষ্ঠানকে নোংরা পলিটিক্সে জড়ানো হয়েছে। টাকা দিয়ে লোকজনকে দিয়ে স্লোগান করানো হয়েছে, মঞ্জুর কাদেরের দুই গালে জুতা মারো তালে তালে। ফলটা ঠিকই ভোগ করতে হয়েছে। বাফুফে ভবন তছনছ হয়েছে। ফুটবল ফেডারেশন ভবনে হামলা অমি মোটেও সমর্থন করিনা।সাবেক ফুটবলার হিসেবে আমি এতে লজ্জিত হয়েছি। কিন্তু এর জন্য দায়ি সালাহউদ্দিন।

সাফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। আমি এই ফলে কস্ট পেলেও বিস্মিত হইনি। এমন ফলই প্রাপ্য হয়ে গিয়েছিল। খেলোয়াড়ই নেই। হাতে গোনা কিছু সাধারণ মানের খেলোয়াড় নিয়ে কি আশা করা যায়? কি করার আছে কোচের? তিনি তো আর জাদু জানেন না। এখানে মরিনহোর মতো কোচ এনেও লাভ নেই। কিছুই হবে না। আগে তো খেলোয়াড় তৈরী করতে হবে। প্রচুর সংখ্যক খেলোয়াড় তেরী হওয়ার পর জোর দিতে হবে মানের উপর। তাহলে ভালো কিছু হবে। কিন্তু সেই উদ্যোগ কে নিবে? যার নিওয়ার কথা তিনি ব্যস্ত অন্য কাজে।

মেসির আর্জেন্টিনাকে এনে কি লাভ হয়েছে? তাকে কি পেয়েছে দেশের ফুটবল? নাথিং। টুর্নামেন্ট করে কোটি কোটি টাকা খরচা করেও কোন লাভ নেই।যদি না ফুটবলার তৈরী করা না যায়। টুর্নামেন্টের নামে অর্থমন্ত্রীর কাছ থেকে কাড়ি কাড়ি টানা আনা হচ্ছে। অথচ কাজের কাজ কিছু হচ্ছে না। বেশির ভাগ টাকাই চলে যাচ্ছে কিরনের পকেটে। এ কোন পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন?

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির