নিজামীর রিভিউর রায় ঘিরে সতর্ক পুলিশ
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের রায় ঘিরে কোনো ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আপিলের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাত্তরের বদর কমান্ডারের রিভিউ আবেদনের রায় আজ বৃহস্পতিবার ঘোষণার কথা রয়েছে।
এই রায় ঘিরে আদালত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (পেট্রোল) এস এম ইমানুল ইসলাম জানিয়েছেন। কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য পুলিশের প্রস্ততি রয়েছে, বলেন তিনি। সকালে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে পুলিশের উপস্থিতি দেখা গেছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফটকের আশপাশে পথচারী ও রিকশায় তল্লাশি চালাতে দেখা গেছে পুলিশকে। এই রায় ঘিরে র্যাবের তৎপরতার কথা জানিয়েছেন বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, রিভিউ আবেদনের রায় ঘিরে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে র্যাব দায়িত্ব পালন করবে। তারা বিভিন্ন এলাকায় টহল দেবে, সাদা পোশাকেও গোয়েন্দারা দায়িত্ব পালন করবে। এদিকে একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় নেতৃত্ব দেওয়া আল-বদর বাহিনীর কমান্ডার নিজামীর সর্বোচ্চ শাস্তি বহালের দাবিতে সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন