নিজেই নিজের অভিনয়ের শিক্ষক জয়া

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পেশাগত কারণে বেশিরভাগ সময় থাকছেন ওপার বাংলায়। সেখানে কলকাতার মধ্যবিত্ত এক ফ্ল্যাটে একাই থাকেন অভিনেত্রী। পছন্দ-অপছন্দ কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে দ্বিধাবোধ করেন না তিনি। বন্ধু, ফিল্ম ইন্ডাস্ট্রি, এমনকী উগ্র জাতীয়তাবাদ বিষয়েও তাঁর স্পষ্ট মতামত আছে।
জয়া বলেন, সুটিংয়ের সময় ভ্যানিটি ভ্যানে রং মেখে বসে থাকতে তিনি পছন্দ করেন না। তিনি জীবন দেখতে ভালবাসেন। তাই শট না-থাকলেও তিনি কলকাতার ফুটপাথে দাঁড়িয়ে থাকেন।
ব্রিজের নিচের বস্তির দিকে তাকিয়ে থাকেন। ঝুপড়িবাসীদের সঙ্গে কথা বলতে তাঁর ইচ্ছে করে। বুঝতে ইচ্ছে করে তাঁদের যাপনকথা, বাচনভঙ্গি, দৈনন্দিন সমস্যা।
জয়ার মতে, অভিনেতা যদি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যান, তা হলে সেখানেই তাঁর অভিনয়-জীবন থমকে যায়। কিছু আরোপিত ‘ম্যানারিজম’ থেকে যায় কেবল।
তাঁর মতে, অভিনয় উঠে আসে সমাজ থেকে। যে মুহূর্তে গাড়ির ‘টিন্টেড গ্লাস’ সমাজের সঙ্গে অভিনেতার ব্যবধান তৈরি করে দেয়, অভিনেতার মৃত্যুর শুরু হয় সেখান থেকে। গাড়ির নিরাপদ ঠান্ডায় বসে অভিনেতা আর তখন বাইরের তাপমাত্রা টের পান না।
জয়া বেরিয়ে পড়েন। কলকাতা তাঁর খুব ভাল চেনা নয়। তাই এখানে খুব একটা ঘুরে বেড়ানোর সুযোগ পান না। কিন্তু ঢাকার রাস্তায় যখন-তখন বেরিয়ে পড়ার অভ্যাস তাঁর আছে। রিকশা-অটোরিকশায় হরদম চড়েন। ঘুরে বেড়ান শহর।
সাধারণ পোশাক আর মেক-আপহীন চেহারায় অভিনেত্রীকে কেউ চিনতেও পারেন না। পাঁচজনের সঙ্গে মিশে যান জয়া। ওটাই তাঁর অভিনয়ের ওয়ার্কশপ। তালিম নেওয়া গাইয়ে, দক্ষ চিত্রকর কখনও অভিনয় শেখেননি। নিজেই নিজের অভিনয়ের শিক্ষক হয়ে উঠেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন