নিজেই স্বীকার করলেন মন্ত্রী
রাজধানীতে চলাচলকারী অন্তত ৪০ ভাগ বাস সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে বলে নিজেই স্বীকার করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
বাস-মিনিবাসের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এবং ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ ড্রাইভিং লাইসেন্স জব্দে অভিযান পরিচালনা করছে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুরে অভিযান পরিদর্শনে যান মন্ত্রী। এসময় তিনি হঠাৎ বাসে ওঠেন। যাত্রীদের কাছে তিনি জানতে চান, অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কী না? যাত্রীরা জানান, অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। অনেক বাসে ভাড়ার তালিকাও নেই।
অতিরিক্ত ভাড়া আদায় ও বাসে ভাড়ার তালিকা না থাকার অপরাধে ২৪টি বাসকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
গত ১ অক্টোবর থেকে সরকারি সিদ্ধান্তে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী চার জেলা এবং চট্টগ্রাম মহানগরের অভ্যন্তরীণ রুটে সিএনজিচালিত বাসের ভাড়া কিলোমিটারে ১০ পয়সা বাড়ানো হয়েছে।
যাত্রীদের অভিযোগ, পরিবহন মালিকরা সরকারি সিদ্ধান্ত না মেনে ইচ্ছামত ভাড়া আদায় করছে। কোনো কোনো রুটে এক লাফে ১০ টাকা পর্যন্ত ভাড়া ভাড়ানো হয়েছে।
পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, অন্তত ৪০ ভাগ বাসে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়কারীরা কোনো ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার।
ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ না পর্যন্ত অভিযান চলবে। এ অভিযান আরো জোরদার করা হবে।
এ সময় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা নেয়া বন্ধ করতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ
আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন