“নিজেকে এমনভাবে প্রস্তুত কর যেন অধিনায়ক হতে পারিস”

শ্রীলংকার বিপক্ষে চলতি সিরিজের ১ম ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেই হবে ম্যাশের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। অধিনায়কের এমন অবসরের ঘোষণায় জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অভিজ্ঞ ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফিকে নিয়ে নিজেদের অনুভূতি জানিয়েছেন। এদিকে ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে মাশরাফির বিদায় নিয়ে নিজের অনুভূতি জানান তরুণ মোসাদ্দেক হোসেন।
মাশরাফির বিদায়ের কথা শুনে মোসাদ্দেক আবেগপ্রবণ হয়ে উঠেন। তখন মাশরাফি নিজেই মোসাদ্দেককে সাহস যোগান। মোসাদ্দেককে ভবিষতের অধিনায়ক হিসেবে প্রস্তুত হতে বলেন। এই প্রসঙ্গে মোসাদ্দেক জানান,
“ওই সময়ে আমি অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। উনি আমাকে বলছিলেন, তুই খুব ভালো ছন্দে আছিস। পরের প্রজন্মের মধ্যে তুই, মিরাজ, মুস্তাফিজ আছিস। তিনি আমাকে বলেছেন-নিজেকে এমনভাবে প্রস্তুত কর যেন পরবর্তী অধিনায়ক হতে পারিস। এটা শোনার পর থেকে আমার মধ্যে অন্যরকম একটা ব্যাপার কাজ করছে। হয়তো এখন থেকে নিজেকে সেভাবেই প্রস্তত করব।”
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন