নিজেদেরকে ফিট ঘোষণা করলেন ম্যাথুজ ও চান্দিমাল

ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন দাবী করেছেন শ্রীলংকা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল। সুস্থ হয়ে ওঠার তথ্য ইতোমধ্যে শ্রীলংকা ক্রিকেট বোর্ডকেও জানিয়েছেন ম্যাথুজ-চান্দিমাল।
পা ও হাতের ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি ম্যাথুজ ও চান্দিমাল।
ম্যাথুজ-চান্দিমাল না থাকায়, সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের টেস্ট ম্যাচে শ্রীলংকাকে নেতৃত্ব দেন অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেন উপুল থারাঙ্গা।
ম্যাথুজ-চান্দিমাল সুস্থ হয়ে উঠায় চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তাদের বিবেচনার করা হবে বলে জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
একটি সূত্র জানিয়েছে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ম্যাথুজ। স্কোয়াডে থাকবেন চান্দিমাল। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট, তিনটি টুয়েন্টি টুয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে শ্রীলংকা। টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে সফর। পোর্ট এলিজাবেথে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন