নিজের ছবি দেখতে গিয়ে ঘুমিয়ে পরেন সালমান!

সালমান খানের কোনো নতুন ছবি মুক্তি পেলে ভক্তদের মধ্যে টিকিটের জন্যে হাহাকার পড়ে যায়। ছবি মুক্তির বেশ কিছুদিন পার হয়ে গেলেও প্রতিটা শো হাউসফুল থাকে‚ এছাড়াও সিনেমা হলের বাইরে দেখা যায় লম্বা লাইন।
কিন্তু খোদ সালমান নিজের অভিনীত ছবি নিয়ে তেমন একটা উৎসাহী নন। সম্প্রতি একটা সাক্ষাৎকারে দাবাং খান জানান, প্রত্যেকটা ছবির প্রিমিয়ারে ঘুমিয়ে পড়েন তিনি! সূত্র- মুভি টকিজ ও দ্যা রিভেইল ডটকম।
বজরাঙ্গি ভাইজানের ভাষায়, ‘ছবির প্রথমার্ধ পর্যন্ত আমার চোখ পর্দার দিকে থাকে। কিন্তু এরপর আমি নিজেই বুঝতে পারি না আমি কখন ঘুমিয়ে পড়ি!’ সালমান আরও বলেন, ‘জানি, এটা শোনার পর অনেকেরই আমাকে মারতে ইচ্ছা হবে। কিন্তু এটাই হয়। শুধু নিজের ছবি নয়; অন্য কারো ছবি দেখতে বসেও একই অবস্থা হয় আমার।
সালমান জানান, তার এই অভ্যাসের কথা এতদিনে বলিউডের অনেকেই জেনে গেছেন। তাই আর রাগ করে না কেউ। সালমান এখন ‘সুলতান‘ এর শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাকে একজন কুস্তিগীরের চরিত্রে দেখা যাবে। ভাইজানের বিপরীতে এই ছবিতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন