‘নিজের জায়গায়’ ফিরলেন সাকিব

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগে থেকেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। এবার টেস্ট অলরাউন্ডারদের শীর্ষস্থানও ফিরে পেলেন বাংলাদেশি অলরাউন্ডার। অর্থাৎ সাকিব এখন ক্রিকেটের তিন ফরম্যাটেই অর্থাৎ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার। যেনো নিজের জায়গাটাই ফিরে পেলেন তিনি!
প্রথম ক্রিকেটার হিসেবে অবশ্য অনেক আগেই এক সাথে তিন ফরম্যাটে র্যাঙ্কিং সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। অনেক দিন ধরে রাখার পর সেটা হারিয়ে ফেলেছিলেন। সাকিবকে হটিয়ে টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থানটা দখল করে নিয়েছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। সাকিব আবার ফিরে পেলেন সেই জায়গা।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪৪১ রেটিং নিয়ে সবার উপরে এখন সাকিব। অনেকদিন শীর্ষে থাকা অশ্বিন ৪৩৪ রেটিং নিয়ে নেমে গেছেন দুই নম্বরে। মূলত অশ্বিনের কারণেই ফের শীর্ষে ফিরেছেন সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্টের পরে ৪৯৩ রেটিং ছিল অশ্বিনের। পরের ম্যাচগুলোতেও বল হাতে অবশ্য দারুণ করেছেন ভারতীয় স্পিনার। কিন্তু ব্যাটে রান নেই। যাতে র্যাঙ্কিং পয়েন্ট হারিয়েছেন অনেকটা।
আর এটাই শীর্ষে তুলে দিয়েছে সাকিবকে। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিবের রেটিং ৩৭৭। যেখানে দুই নম্বরে থাকা মোহাম্মদ নবির রেটিং ৩৩২। আর ৩৪৭ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সবার উপরে সাকিব।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন