নিজের পারফরম্যান্সে খুশি মাশরাফি

প্রথম ম্যাচে হারলেও আজ জিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা এনেছে টাইগাররা। রবিবার ইংল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এদিন বল ও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।
দলের অন্যান্য ব্যাটসম্যানরা যখন ব্যর্থ হয়ে ফিরে যান তখন দলের হাল ধরেন মাশরাফি। ব্যাট হাতে ২৯ বল খেলে ৪৪ রান করার পর বল হাতেও নেন চারটি উইকেট। ফলে, ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
এদিন ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ছেলেদের অভিনন্দন। আমাদের সংগ্রহ খুব বেশি ভালো ছিলো না। কিন্তু আমরা তা ডিফেন্ড করতে পেরেছি। নিজের ব্যাটিং ও বোলিংয়ে আমি খুশি। আমি আমার ন্যাচারাল শট খেলার চেষ্টা করেছি। বল ব্যাটে এসেছে। আপনি যদি দ্রুত উইকেট নিতে পারেন তাহলে রান তাড়া করে জেতা কঠিন। গত এক দেড় বছর ধরে মাহমুদউল্লাহ ভালো খেলছে। নাসির ফিরে এসেছে। আজ সে অনেক ভালো করেছে। সিরিজ এখন সমতায়। দেখা যাক, পরবর্তী ম্যাচে কি হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন