নিজের ফেসবুক সুরক্ষিত রাখার ৫টি জরুরি টিপস
এরকমটা ভাবা উচিত নয় যে, নিজের ফেসবুক প্রোফাইল কেবলমাত্র আপনি একাই দেখতে পান। আপনি কী পোস্ট করছেন, তা দেখে ফেলছে সবাই। আপনার পোস্ট এমন কয়েকজন মানুষ দেখে ফেলছেন, যাঁদের হয়তো চেনা সম্ভবও নয়।
ফেসবুক-এর মাধ্যমে গোটা বিশ্বের সঙ্গে আপনি যোগাযোগ স্থাপন করতে পারবেন। ফেসবুক যেমন যোগাযোগের একটা বড় মাধ্যম, তেমনই আপনার ফেসবুক যদি অন্য কারও হাতে চলে যায়, তা হলে তা বিপজ্জনক হতে পারে। ফেসবুক সুরক্ষিত রাখবেন কীভাবে? দেখে নিন তার উপায়।
• নিজের ফেসবুকের অ্যাকাউন্ট নিরাপদ রাখতেই হবে। সে ক্ষেত্রে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যেন কেউ জানতে না-পারেন।
• একান্ত ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়া একেবারেই উচিত নয়। নিজের বাড়ির ঠিকানা, মোবাইল বা বাড়ির ল্যান্ডলাইন নম্বর, নিজের জন্ম তারিখ ফেসবুকে না দেওয়াই উচিত।
• এরকমটা ভাবা উচিত নয় যে, নিজের ফেসবুক প্রোফাইল কেবলমাত্র আপনি একাই দেখতে পান। আপনি কী পোস্ট করছেন, তা দেখে ফেলছে সবাই। আপনার পোস্ট এমন কয়েকজন মানুষ দেখে ফেলছেন, যাঁদের হয়তো চেনা সম্ভবও নয়। তাই খুব ব্যক্তিগত জিনিস ফেসবুকে দেওয়াই উচিত নয়।
• কোনও অচেনা প্রোফাইল থেকে পাওয়া ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা একেবারেই উচিত নয়। যাচাই করে তবেই ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করুন।
• বাড়িতে বা অফিসে নিজের কম্পিউটারে বা ল্যাপটপে ফেসবুক প্রোফাইল খুলে রেখে কোথাও যাওয়াটা একেবারেই উচিত নয়। আগে লগ আউট করে তবেই নিজের সিস্টেম ছেড়ে ওঠা উচিত। অন্য কেউ তো আপনার হয়েও কিছু পোস্ট করে দিতে পারেন। সে ক্ষেত্রে আপনিই বিপদে পড়তে পারেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন