নিজের বাজে পারফর্মেন্সের জন্য যা বললেন মোস্তাফিজ

আইপিএলে গতবার সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম নায়ক মোস্তাফিজ হলেও আইপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচে বোলিংয়ে সুবিধা করতে পারেননি মোস্তাফিজুর রহমান। যে কারণে পরের ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখে গত আসরের চ্যাম্পিয়নরা। সময়টা ভালো যাচ্ছে না কাটার মাস্টারের। বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর জন্য সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার।
শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিকদের বিপক্ষে সানরাইজার্সের একাদশে জায়গা পাননি মোস্তাফিজ। প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন দ্য ফিজ। বাজে পারফরম্যান্সের কারণে কলকাতার বিপক্ষে মোস্তাফিজের জায়গায় ময়েসেস হেনরিকসকে নামায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
তবে বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মোস্তাফিজ। এজন্য সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন তিনি। রোববার দুপুরে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে মোস্তাফিজ লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন। ইন-শা-আল্লাহ. আমি শিগগিরই ঘুরে দাঁড়াবো। ’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন