নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন আরাফাত সানির কথিত স্ত্রী নাসরিন সুলতানা
ক্রিকেটার আরাফাত সানি ও নাসরিন সুলতানার ইস্যু এখন ‘টপ অব দ্যা কান্ট্রি’তে পরিনত হয়েছে। আরাফাত সানিকে নাসরিন স্বামী বলে দাবি করলেও অস্বীকার করছে সানি ও তার পরিবার। শেষ পর্যন্ত বিষয়টা আদালতের মাধ্যমেই সুরাহ হবে।
আফারাত সানির সাথে সম্পর্ক থাকার সময় নিজের মা-বাবার আবেগের কথা বুঝতে চাইতেন না বলে জানান নাসরিন। এজন্য তিনি তার মা-বাবার কাছে ক্ষমা চান।
বৃহস্পতিবার রাতে বেসরকারি একটি এফএম রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাবা-মা আমাকে অনেক ভালবাসে। ওর সাথে সম্পর্ক থাকার সময় তাদের আবেগের কথা বুঝতে চাইতাম না। তবে আমি তাদেরকে অনেক ভালবাসি। আসলে আমি আমার আবেগটা বুঝাতে পারি না। আমি কখনই বলতে পারিনি আব্বু, আম্মু এবং বড় বোনকে কতটা ভালবাসি।’
এসময় অনুষ্ঠানে প্রকাশ্যে তার মা-বাবাকে উদ্দেশ্যে করে নাসরিন বলেন, ‘তোমাদের কাছে কখনই মাফ চাইনি। আমি ভুল করেছি। তোমাদের কথা শুনিনি। আসলে বাবা মার মত কেউ ভালবাসতে পারে না।’
এসময় তিনি দাবি করেন, ‘আমার কাছে গোটা পৃথিবী ছিল সানি। নিজের থেকেও আমি ওকে বেশী ভালবেসেছিলাম। সে আমাকে যা বলেছে আমি তাই শুনেছি। তার জন্য আমি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দেইনি, চাকরী পাওয়া সত্ত্বেও চাকরী করিনি। কিন্তু এখন বুঝতেছি ওর কথা শুনে আমি ভুল করেছি।’
মামলা করার বিষয়ে তিনি বলেন, ‘৭ বছর পার হয়ে ৮ বছর হল ওর সাথে আমার সম্পর্ক। আমি বারবার তাকে সমাধানের জন্য বলেছিলাম। আমিও একটা মানুষ। আমারো সহ্যের সীমাবদ্ধতা আছে। আমি বাধ্য হয়েই এটা করেছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন