শনিবার, এপ্রিল ১২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজের ভুল ধরতে পেরেছেন লিটন

বাংলাদেশ দলে অভিষেকের পর দলে জায়গা নিয়ে ভাবতে হয়নি তাকে। আস্থার প্রতিদান দিতে না পাররেও কোচ, অধিনায়ক তাকে দলে চেয়েছেন বারবার। কিন্তু তাতেও নিজের ভাগ্য বদলাতে পারেননি লিটন কুমার দাস। অভিষেকের পর থেকে বাদ পড়া পর্যন্ত ব্যাট হাতে নিজের ছায়া হয়েই ছিলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

বারবার ফেরার চেষ্টা করেও নিজেকে ফিরে পাননি। ওই সময় নিজের ভুল ধরতে না পারলেও কিছুদিন পর এসে সমস্যাটা আবিষ্কার করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে সেটা নিজের মধ্যেই রাখলেন লিটন, ‘মাঝে মাঝে নিজের কাছে মনে হয় কিছু একটা কমতি আছে বলেই আমি বাইরে। তাই আমি ওই ঘাটতি নিয়েই কাজ করছি। আসলে আমার কাছে আমার ভুল ধরা পড়েছে। এগুলো আমার কাছেই থাক।’
অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। এই সময়টায় ড্রেসিং রুমকে মিস করেন বলে জানালেন তিনি, ‘ড্রেসিংরুম শেয়ার করাটা একটু মিস করি। মাঝে মাঝে মনে হয় টিম খেলছে, আমি যদি ওই টিমে থাকতে পারতাম।’

এদিকে প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগেই দল ঠিক হয়ে গিয়েছিলো তার। আগের মৌসুমের দুজন ক্রিকেটার রেখে দেয়ার সুযোগ থাকায় লিটনকে রেখে দেয় আবাহনী লিমিটেড। এতে লিটনও খুশি। কারণ আবাহনীতেই খেলার ইচ্ছা ছিলো তার, ‘এদিক থেকে আমি অনেক সৌভাগ্যবান। একটা বড় দলে খেলতে পারছি। আমি নিজেও চেয়েছিলাম যে আবাহনীতে খেলি। যেহেতু আগেরবার পারফরম্যান্স ভালো ছিল। টিমও মোটামুটি একটা রেজাল্ট করেছিল। আমি ওইভাবেই চেয়েছিলাম যেন টিমটা আমারে নেয়।’

প্রিমিয়ার লিগের আগের আসরে ব্যাট হাতে দারুণ করেছিলেন লিটন। টুর্নামেন্টে দ্বিতীয় সেরা রান সংগ্রাহক ছিলেন তিনি। এবারের আসরেও সেই লিটনের দেখা মিলবে? যদিও এটার নিশ্চয়তা দিতে পারছেন না নিজেকে হারিয়ে বসা টপ অর্ডার এই ব্যাটসম্যান, ‘আসলে ফর্ম তো উঠা-নামা করে। জানি না ওইটা দেখা যাবে কিনা। কিন্তু আমি চেষ্টা করবো ভালো কিছু করার।’

২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের জন্য জন্য লক্ষ্যও স্থির করে ফেলেছেন লিটন। এবারও ব্যাট হাতে ওপরের দিকে থাকতে চান তিনি, ‘অবশ্যই টার্গেট আছে। এখানে অনেকগুলো ম্যাচ হবে। একটা পরিকল্পনা আছে যেমন, ব্যাটিং থাকলে এমন করবো, কিপিংয়ে ওটা করবো। গত বছর আমি দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলাম। আমি অবশ্যই চাইবো যেন আমি উপরের দিকে থাকতে পারি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির