নিজের স্কুলের ছাত্রের সঙ্গে যৌনকর্ম : শিক্ষিকার কারাদণ্ড

নিজের স্কুলের ১৬ বছর বয়সী ছাত্রের সঙ্গে যৌনকর্মের অভিযোগে লাওরেন কক্স (২৭) নামে এক শিক্ষিকাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ইংল্যান্ডের একটি আদালত।
ব্রিটেনের অনলাইন মেট্রোর খবরে বলা হয়, সাউথ লন্ডনের একটি স্কুলের ভূগোল শিক্ষিকা কক্সের সঙ্গে ওই ছাত্রের পরিচয় হয় যখন তার বয়স ছিল ১৩ বছর। তবে গণমাধ্যমে ছাত্রের নাম প্রকাশ করা হয়নি।
অবশেষে অভিযুক্ত শিক্ষিকার কাজকর্ম ফাঁস হয়ে যায় ওই ছাত্রের মায়ের কাছে। তিনি আইনের শরণাপন্ন হন।
আদালত শিক্ষিকাকে কারাদণ্ড প্রদান করলে লাওরেন কক্স আদালতে চিৎকার করে বলেন, ‘আমি দুঃখিত।’
আদালত ছাত্রের মায়ের সাহসী ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান।
আইনজীবী ব্রায়েন রেসে আদালতে বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে কক্স ওই ছাত্রকে তার গাড়িতে লিফট দেন। বাড়ি পৌঁছে দেওয়ার পর ছাত্রকে জড়িয়ে ধরে বিদায় দেন কক্স। আর সেটাই ছিল তাদেন অনৈতিক সম্পর্কের প্রথম পদক্ষেপ। মার্চের মধ্যেই তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তখন ওই শিশুর বয়স ছিল মাত্র ১৬ বছর।’
খবরে বলা হয়, এ ছাড়াও ওই শিশুকে কক্স নগ্ন ভিডিও পাঠাত এবং তাদের সম্পর্ককে গোপন রাখার নির্দেশ দেন। কিন্তু ছেলেটি একটা সময় তার মায়ের কাছে ধরা পড়ে যায়।
স্বাক্ষর করা এক বিবৃতিতে ওই ছাত্র জানিয়েছে, সে ফাঁদে পড়ে গিয়েছিল এবং পরিবার ও বন্ধুদের কাছ থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছিল ঘটনাটি। এ ঘটনার পর কক্সের স্বামী অ্যান্ড্র (৩০) তাকে তালাকের প্রস্তুতি নিচ্ছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন