সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজে শাড়ি পছন্দ করতে পারি না : কোয়েল

দুর্গাপূজার শুরু আজ। আজ মহাষষ্ঠী। ষষ্ঠী থেকেই পুজোর আনন্দে গা ভাসিয়েছে শহর কলকাতা। আমজনতার পাশাপাশি পুজোর দিনগুলোতে আনন্দে শরিক হতে সেজে উঠেছেন টলিউডি সেলেবরাও। পুজোর চারদিন ঘোরাঘুরি, সাজ-পোশাক, খাওয়াদাওয়া নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গেছে এখন থেকেই।

পুজোর আনন্দে গা ভাসাতে তৈরি টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকও। নিজেদের বাড়ি অর্থাৎ কলকাতার ভবানীপুরের মল্লিকবাড়িতে সুপ্রাচীন দুর্গাপূজার আড়ম্বর জোর কদমে শুরু হয়ে গেছে। তার আগে সংবাদমাধ্যমের কাছে এক ঝলক ধরা দিয়ে কোয়েল বললেন, ‘সব মেয়ের মতো শাড়ির প্রতি আমারও দুর্বলতা রয়েছে। বিশেষ করে পুজোর সময় শাড়ি চাইই-চাই। তবে এ ক্ষেত্রে জানিয়ে রাখি, আমি নিজে কিন্তু শাড়ি পছন্দ করতে পারি না। এখনো শাড়ি বাছাই করার বেলায় মুশকিল আসান করে দেন আমার মা। মা আমার জন্য শাড়ি পছন্দ করে দেন। তাঁতের শাড়িই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কখনই বেশি জমকালো শাড়ি পরতে ভালো লাগে না আমার।’

পূজার চারদিন সাজ পোশাক নিয়ে নিজের পছন্দের কথা জানাতে গিয়ে কোয়েল বললের, ‘ষষ্ঠীর দিন আমার পছন্দ কোনো হালকা রঙের শাড়ি। সপ্তমীর দিন সিল্ক। আর অষ্টমীর দিন সবচেয়ে সেরা শাড়িটি তুলে রাখি পরার জন্য। অষ্টমীতে শাড়ি পরে অঞ্জলি দেওয়াটা মাস্ট। তাই অষ্টমীতে সাবেকি সাজ আর সঙ্গে ট্রাডিশনাল শাড়ি।’

নবমীতে অফবিট শাড়ি পরতে পছন্দ করেন কোয়েল। এ ক্ষেত্রে তাঁর কথা, ‘নবমী মানেই পুজো প্রায় শেষ। তাই ওইদিন অফবিট যে কোনো কিছু চলতে পারে। আর দশমী মানেই দুর্গা মায়ের বিদায় বেলা। তাই মন ভারাক্রান্ত থাকে। ফলে ওই দিন ক্যাজুয়াল ড্রেসই আমার পছন্দ।’

এ বছরও অন্যান্যবারের মতো বাড়ির পূজা নিয়েই মেতে থাকবেন কোয়েল। বললেন, ‘পুজোতে বাড়িতে দেশ-বিদেশ থেকে আত্মীয়স্বজনরা আসবেন। তাই হৈ হৈ করে কেটে যাবে পুজোর কটা দিন। সেই সঙ্গে পুজোতে অঞ্জলি দেওয়া, ফল কাটা, প্রসাদ বিতরণ—এসব তো থাকবেই।’

অন্যান্যবারের মতো এ বছর পূজায় কোয়েলের ছবি রিলিজের টেনশন নেই। এ কারণে অনেকটাই চাপমুক্ত তিনি। বললেন, ‘বেশ কিছুদিন পর একটা লম্বা ব্রেক পেয়েছি। ফলে এবার পুজোতে মেজাজটাও বেশ ফুরফুরে। ছবি মুক্তির চাপা টেনশন নেই পুজোতে। অনেক রিলাক্সড রয়েছি। খাওয়া-দাওয়া নিয়ে এই কদিন নো কমপ্রোমাইজ। পুজোতে নো ডায়েটিং। অবশ্য পুজোর কদিন আমাদের বাড়িতে পুজোর কারণে আমিষ ঢোকে না। তাই বলে মোটেই আক্ষেপ নেই। নিরামিষ খাবারেই চলবে ফুলটুস আনন্দ। এ বছর পুজোতে আমার ছবি রিলিজ নেই বলে মন খারাপ করে বসে নেই আমি। ছুটিটা চুটিয়ে উপভোগ করতে চাই। পরিবারের সবার সঙ্গে চুটিয়ে এবার পুজোটা উপভোগ করব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন