নিজ বাসায় মা-ছেলে খুন !
রাজধানীর কাকরাইলে পাইওনিয়ার গলিতে একটি বাসায় দুর্বৃত্তরা মা ও ছেলেকে খুন করেছে। বুধবার সন্ধ্যায় নিজেদের ফ্ল্যাটে (করিম টাওয়ার) তারা খুন হন। এরা হলেন- শামছুন্নাহার ও তার ছেলে শাওন। নিহতরা ওই ভবনের মালিক মো. আব্দুল করিমের স্ত্রী ও সন্তান।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন। কাকরাইলের রাজমণি-ইশা খাঁ হোটেলের বিপরীত পাশের গলিতে ৬ তলা ভবনের (বাসা নম্বর ৭৯/১) ৫ তলায় এ ঘটনা ঘটে।
নিজ ফ্ল্যাটের সামনের বারান্দায় ছেলে ও ঘরের ভেতর মায়ের লাশ পড়ে ছিল। পুলিশ বলছে, লাশ উদ্ধারের সময় তারা দেখেছেন মায়ের গলা কাটা ছিল। আর ছেলের শরীর ছিল রক্তাক্ত।
ওই বাড়ির দারোয়ান পুলিশকে খবর দিলে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, মাগরিব নামাজের সময় কে বা কারা এ বাড়িতে ঢুকে কাজের মেয়েকে একটি কক্ষে আটকে রাখে। এরপর মা ও সন্তানকে হত্যা করে চলে যায়। বাড়ির মালিক ও গৃহকর্তা আবদুল করিম তখন বাসার বাইরে ছিলেন।
পুলিশ ও গোয়েন্দারা ওই ভবন ঘিরে রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের মালিক আব্দুল করিম, বাসার কাজের মেয়ে রাশেদা বেগম ও দারোয়ান আব্দুল নোমানকে আটক করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় সাংবাদিকদের জানান, আব্দুল করিম আদা ও রসুনের ব্যবসা করেন। পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা করেন। তার তিন ছেলের মধ্যে মুন্না লন্ডনে এবং অনিক কানাডায় থাকেন।
তিনি বলেন, শাওনের মাথার পাশে ছুরির আঘাতের চিহ্ন দেখা গেছে। ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন