শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজ হাতে তাজমহল গড়লেন পোস্টমাস্টার (ভিডিও)

ভালোবাসার মানুষকে কখনো ভোলা যায় না। ভালোবাসার মানুষের স্মৃতি ধরে রাখার এক অনন্য নজির তাজমহল। যেটা তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছিলেন সম্রাট শাহজাহান। স্ত্রী মমতাজের জন্য সম্রাট শাহজাহানের তৈরি এই স্থাপনা আজও অনেকের মনে বিস্ময়ের উদ্রেক করে।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের অবসরপ্রাপ্ত হতদরিদ্র পোস্টমাস্টার ৮০ বছর বয়সী ফাইজুল হাসান কাদরি তার স্ত্রীকে স্মরণীয় করে রাখার জন্য তৈরি করলেন আরও একটি তাজমহল। যদিও এটি মাত্র ১৫ ফুট উচ্চতার এবং সাধারণ ইট দিয়ে তৈরি। তবে স্ত্রীর প্রতি তার ভালোবাসার এই অনন্য বহিঃপ্রকাশ সাড়া ফেলেছে। আপ্লুত হয়েছে সকলের হৃদয়। স্ত্রীর প্রতি ভালোবাসার স্মরণীয় এই ঘটনা নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। যেটা প্রকাশ করা হয়েছে ইউটিউবের ১০১ ইন্ডিয়া নামক চ্যানেলে।

হতদরিদ্র ওই পোস্টমাস্টার ডকুমেন্টারিতে বলেন, ‘আমার স্ত্রী তাজমুলাই বেগম খুবই ফর্সা ছিল। আমার মায়ের ভাইয়ের মেয়ে ছিল সে। অর্থাৎ সম্পর্কে আমার মামাতো বোন। তাকে দেখার পরই আমি বলেছিলাম, আমি ওকেই বিয়ে করবো এবং ১৯৫৩ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের পর সে রুটি ঠিকমতো বানাতে পারতো না। আমি তাকে দেখিয়েছিলাম কীভাবে রুটি তৈরি করতে হয়। এরপর সে সুন্দর রুটি বানাতো!

ছোটবেলায় সে ঘরে কোরআন শরীফ পড়েছিল। এর বাইরে আমার মামা তাকে অন্য কোথাও পড়ায়নি। বিয়ের পরে আমি তাকে ছোট ছোট গল্পের বই থেকে কাহিনি শুনিয়েছি, পড়া শিখিয়েছি। ফলে আমার স্ত্রী পড়াটা জানতো কিন্তু লিখতে পারতো না। যতদিন সে আমার সঙ্গে ছিল দিনগুলো খুব হাসি-খুশিতে কেটেছে। কখনো কোনো কিছু নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়নি।

ও যখন পরিণত বয়সে ছিল, তখন যেহেতু কোনো বাচ্চা ছিল না, তাই সেটা নিয়ে খুব উদ্বিগ্ন থাকতো। বলতো, আমাদের মৃত্যুর পর কে আমাদের কথা বলবে, কে আমাদের মনে রাখবে?

আমি সে সময় তাকে বলেছি, তোমার যদি মৃত্যু হয়, তাহলে বাড়ির সামনের এই ক্ষেতেই আমি তোমাকে দাফন করবো এবং এমন একটি স্মৃতি নির্মাণ করবো, যাতে সারাজীবন সবাই তোমাকে মনে রাখে। আজ আমি আমার কথা রেখেছি। আমি এখন পর্যন্ত ওর স্মৃতিসৌধ হিসেবে এই তাজমহল নির্মাণে কারো কাছ থেকে ১টি পয়সাও সাহায্য নেইনি। আমি আমার সব সঞ্চয় দিয়ে এটি নির্মাণ করেছি। স্ত্রীর মৃত্যুর পর দাফনের যাবতীয় কাজ আমি একাই করেছি। তার কাফনের কাপড় কেনার জন্য আমি নিজেই বাজারে গিয়েছি।

এই তাজমহলের মধ্যে আমার স্ত্রীর কবর রয়েছে। তার পাশেই যে খালি জায়গাটা রয়েছে, ওটা আমি আমার জন্য রেখেছি। যাতে আমার মৃত্যুর পর তার পাশেই আমি এখানে থাকতে পারি।

আমাদের বিয়ের পর একটাই দুর্ভাগ্য যে, আমাদের সন্তান হয়নি। ওর গর্ভাশয়ে টিউমার ছিল। ডাক্তারদের পরামর্শে তা কেটে ফেলতে হয়। ফলে এটা নিশ্চিত ছিল যে, আমাদের বাচ্চা আর হবে না। তাই আমার বোনেরা ও স্বজনেরা সবাই বলেছিল যে, আরেকটি বিয়ে করতে। কিন্তু আমি তা করিনি।

একটা কষ্টের বিষয় হচ্ছে, ২০১১ সালে মৃত্যুর আগে তার গলায় ক্যান্সার হয়েছিল। সে কথা বলতে পারতো না। সে সব সময়ই কিছু বলতে চাইতো, কিন্তু আমি বুঝতে পারতাম না। সে ইশারায় আমাকে কত কথা বলতো, কিন্তু আমি তার সব কথা বুঝতে পারতাম না, এই কষ্টটা আমি আজও বয়ে বেড়াচ্ছি। আমি এখনও ভাবি, ও আমাকে কী বলতে চেয়েছিল?

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ