নিত্যদিনের ব্রিফিং নিয়ে জাফরুল্লাহর পরামর্শ নিলেন না রিজভী

প্রায় প্রতিদিন ব্রিফিং না করতে বিএনপির প্রতি সহানুভূতিশীল বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরীর পরামর্শের পরদিনই ব্রিফ করলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তাও সুনির্দিষ্ট কোনো ইস্যুতে না। বরাবরের মতোই তিনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন।
রবিবার বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এই ব্রিফিং করেন রিজভী। এটা তার নিয়মিত ব্রিফিংএর অংশ। মাঝেমধ্যে বাদ গেলেও প্রায় প্রতিদিনই তিনি কথা বলেন কোনো না কোনো বিষয় নিয়ে।
শনিবার রাজধানীতে এক আলোচনায় নিত্যদিন ব্রিফিং না করতে রিজভীকে পরামর্শ দিয়েছিলেন জাফরুল্লাহ।তিনি বলেছিলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে। তারা বিরোধী দলের সভা-সমাবেশ করার অধিকার কেড়ে নিয়েছে। কিন্তু এটাকে অজুহাত দিয়ে রিজভী সাহেবকে বিবৃতি দেয়া বন্ধ করতে হবে।’
জাফরুল্লাহ বলেন, ‘আজ এখানে আসার আগে একজনের সঙ্গে দেখা হয়েছিল। আমি এখানে আসছি জেনে তিনি বলেছেন, সেখানে রিজভী সাহেব থাকেন কি না, যদি তিনি থাকেন তাহলে তাকে বলবেন তিনি যেন প্রতিদিন সংবাদ ব্রিফিং না ডাকেন।’
রিজভীর ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান জাফরুল্লাহর এই পরামর্শ নিয়ে। তবে এড়িয়ে গেলেন বিএনপি নেতা। বলেন, ‘এটা রাজনৈতিক বিষয় না। এ নিয়ে কথা বলতে চাই না। অন্য কোনো বিষয় থাকলে প্রশ্ন করতে পারেন।’
প্রায় প্রতিদিনই দলের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য গণমাধ্যমে তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ নিয়ে অবশ্য দলের ভেতরে বাইরে নানা সমালোচনাও হয়েছে। অবশ্য রিজভী আহমদের দাবি, সংবাদ সম্মেলন করা তার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে না। দলের হাইকমান্ডের নির্দেশের ওপর নির্ভর করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন