নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
সাঁড়াশি অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানি না করা হয়, গ্রেফতার করা না হয়।’
সাঁড়াশি অভিযান রাজনৈতিক উদ্দেশ্যে নয় দাবি করে মন্ত্রী বলেন, টার্গেট কিলিং বন্ধে সন্দেহভাজন সন্ত্রাসী ও আদালত থেকে
ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, বিশেষ অভিযানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা রাজনৈতিক উদ্দেশ্য কিংবা হয়রানিমূলকভাবে কাউকে গ্রেপ্তার
করা হচ্ছে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জঙ্গি ও আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।
অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন গ্রেফতার বা হয়রানি না করা হয় সে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী
বলেন, যারা তাৎক্ষণিক নিজেদের নিরপরাধ প্রমাণ করতে পারছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।
হাতে গোনা কয়েকজন জঙ্গি ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলো বিশেষ করে বিভিন্ন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি
ছিল। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশে এগুলো ধরিনি। এখানে সবই ধরেছি কোর্টের নির্দেশনায়। পুলিশ হেড কোয়ার্টার থেকে জানিয়ে দিয়েছি কোনটা কেন ধরা হয়েছে।
গ্রেফতার নিয়ে রাষ্ট্রদূত সন্তুষ্টি প্রকাশ করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘পরিষ্কারভাবে বলেছি, তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন, একমত হয়েছেন। আমরা কোনো রাজনৈতিক নেতাকে গ্রেফতার করিনি।’
এক প্রশ্নের জবাবে এসময় মন্ত্রী চট্টগ্রামের এসপি বাবুল আকতারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
বলে জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন