‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, না মানলে রাজপথ উত্তপ্ত হবে’
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন বলেছেন, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে, আর সেটা না মানলে রাজপথ উত্তপ্ত হবে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঘুরে দাঁড়াও বাংলাদেশ আয়োজিত ‘দ্রুত বিচার আইনে শাস্তি বৃদ্ধির রাজনৈতিক উদ্দেশ্য এবং জনমনে আশংকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, ‘২০১৪ সালের মতো দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না। সরকারের অত্যাচার নির্যাতনে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণ একবার জেগে উঠলে কোন বাধা মানবে না। আগামীতে দেশের জনগণ অবশ্যই রুখে দাঁড়াবে।’
আওয়ামী লীগের সাথে সকল ফয়সালা রাজপথে করতে হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
দ্রুত বিচার আইন প্রসঙ্গে এই আইনজীবী বলেন, ‘দ্রুত বিচার আইন নতুন নয়। ২০০২ সালে অপরাধ সামাল দিতে বিএনপি দ্রুত বিচার আইন করে। সেই সময় আওয়ামী লীগ এই আইনকে কাল আইন আখ্যা দিয়ে সংসদ ত্যাগ করেছিল। আর আজ তারা সেই আইনের মেয়াদ বাড়িয়েছে। আওয়ামী লীগ কার কথা ভেবে নয় নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে থাকে।’
দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, ‘সন্ত্রাস দমনের এই আইন অবৈধ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বর্তমানে ব্যবহার করছে। তবে বিএনপি নেতাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাদের এই আইনের ভয় দেখিয়ে কোন লাভ নেই।’
তিনি আরো বলেন, ২০১৪ সালে নির্বাচনের আগে বিএনপি নেতাদের নামে ডালাওভাবে মামলা দেয়া হয়েছে। সেই মামলার রেশ ধরে আগামী নির্বাচনে বিএনপিকে কোণঠাসা করার জন্য দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়িয়েছে সরকার।’
সাহস থাকলে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতা হারানোর ভয়ে আতংকিত হয়ে আওয়ামী লীগ বেসামাল হয়ে পড়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি কাদের সিদ্দিকীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহম্মদ আযম খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের নেতা শাজাহান মিয়া সম্রাট প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন