নিরাপত্তাকর্মী থেকে বলিউডে (ভিডিও)

সাধারণ একজন নিরাপত্তাকর্মী থেকে বলিউডে পাড়ি জমাচ্ছেন ভারতের শৌভিক গাঙ্গুলি। কয়েকদিন আগেও তার নাম কেউ জানতো না কিন্তু নেট দুনিয়ায় তার গাওয়া একটি গানের ভিডিও ছড়িয়ে পড়ায় রীতিমতো মুগ্ধ হয়েছেন সাধারণ মানুষ।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শৌভিক কলকাতা শহরে নিরাপত্তাকর্মীর কাজ করেন। গান গাইতে ভালোবাসেন। কিন্তু ওই পর্যন্তই। গান গেয়ে কোথাও পৌঁছানো যাবে এমনটা কোনোদিন ভাবেননি তিনি। এদিকে রুটি-রুজি বালাই তো রয়েছেই! তাই পেটের দায়ে বেছে নিয়েছিলেন নিরাপত্তারক্ষীর কাজ। কিন্তু সুরের দুনিয়া যাকে ডাক পাঠায়, তিনি সুর ছাড়াই বা থাকেন কীভাবে?
আর তাই কাজের বিরতিতেই চলত সুরের চর্চা। একদিন তা কানে যায় আদর্শ সিং নামের একজনের। যে বিল্ডিংয়ে নিরাপত্তাকর্মীর কাজ করেন শৌভিক সেখানে কাজ করেন আদর্শ। শৌভিকের গান শুনে তিনি তার গাওয়া গান মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। তারপর তা ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বাকিটা গল্পের মতো। অল্প সময়ের মধ্যে শৌভিক হয়ে ওঠেন পরিচিত মুখ।
সংবাদমাধ্যমে আরো জানানো হয়েছে, এবার বলিউডে পাড়ি জমাচ্ছেন শৌভিক। সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলির সুরে অক্ষয় কুমারের সিনেমা ‘নমস্তে লন্ডন ২’-এ গান গাওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
উচ্ছ্বাস প্রকাশ করে এ প্রসঙ্গে শৌভিক বলেন, ‘জিৎ গাঙ্গুলি আমাকে গান গাওয়ার সুযোগ দিয়েছেন। তার সঙ্গে থেকেই গান গাইব। সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের গান খুবই বিখ্যাত। তাই ওর গাওয়া গান আমার বেশি পছন্দ।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন