চীনের প্রেসিডেন্টের সফর
নিরাপত্তার চাদরে ঢাকা জাতীয় স্মৃতিসৌধ
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সাভারে।
আগামী শনিবার সকালে শি জিনপিং জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে সাভারে যাবেন। এর আগে আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পৌঁছবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর আগমনের মধ্য দিয়ে ৩০ বছর পর চীনের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান সাফিউর রহমান জানান, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে শনিবার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে যাবেন শি জিনপিং। তাঁর এ সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকা।
এসপি আরো জানান, সকাল ৯টায় স্মৃতিসৌধে পৌঁছবেন শি জিনপিং। এর পর তাঁকে জানানো হবে সশস্ত্র সম্মান। এ সময় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন তিনি। পরে স্মৃতিসৌধে একটি উদয়পদ্ম গাছের চারা রোপণ করবেন।
এ উপলক্ষে ৯ অক্টোবর থেকে স্মৃতিসৌধ জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। চলছে সাজসজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানা ধরনের প্রস্তুতি।
সড়কপথে শি জিনপিংয়ের সাভার সফরের সময় নিরাপত্তার কারণে তাঁর যাতায়াতের পথে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান ঢাকা জেলার এসপি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন