নিরাপত্তার বিষয় প্রকাশ করলে অপরাধীরা ফাঁক খুঁজবে
‘নিরাপত্তার বিষয়গুলো প্রকাশ করে দিলে অপরাধীরা ফাঁক ফোঁকর খুঁজে আপরাধ করার চেষ্টা করবে। তাই আমরা নিরাপত্তার বিষয় নিয়ে সবকিছু বলতে চাই না।’ এমনটাই মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।
রাজধানীর বনানীর সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংসাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তার কাছে সাংবাদিকরা জানতে চায়- পূজা মণ্ডপে আগত বিদেশি নাগরিকদের বিশেষ নিরাপত্তা দেয়া হবে কি না?
অবশ্য র্যাব মহাপরিচালক বলেন, ‘গুলাশান এলাকায় বিদেশি মেহমানকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তার তদন্ত চলছে। তবে একটি কথা বলতে চাই, আমাদের কাছে প্রতিটি জীবনই মূল্যবান। তিনি দেশি বা বিদেশি নাগরিক হোক। আমার সবার নিরাপত্তার ব্যবস্থা করবো।’
দুর্গা পূজার নিরাপত্তা নিয়ে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বলেছেন, ‘র্যাব বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা সরঞ্জাম ব্যবহার করছে। যেকোনো আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত রয়েছে।’
পূজাকে কেন্দ্রে কেনো হুমকি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট হুমকির কথা না বললেও, কিছু হুমকির বিষয় সব সময় বিশেষ বিবেচনায় রাখি। হুমকি মোকাবেলায় আমাদের যে কোনো পরিকল্পনাও পরিবর্তন করি।’
বেনজির বলেন, ‘পূজামণ্ডপের নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যাতে সবাই উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারে। সকল প্রকার নিরাপত্তা দিয়ে যাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।’
ঢাকাসহ সারাদেশে ২৮ হাজারেও বেশি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে র্যাবের মহাপরিচালক বলেন, ‘পোশাকে, সাদাপোশাকে বিপুলসংখ্যাক র্যাব সদস্য পূজামণ্ডপের দায়িত্ব পালন করে নিরাপত্তা দেবে। প্রতিটি পূজামণ্ডপে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইউনিট সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করবে।’
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের লিগ্যাল মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান, শারদীয় দুর্গা পূজা কমিটর সভাপতি সুভাষ ঘোষ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন