নিরাপত্তার শঙ্কা উড়িয়ে বিপিএলে আসছে ইংলিশ ক্রিকেটার
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসর। এবারের আসরের জন্য ডাক পেয়েছেন কয়েকজন ইংলিশ ক্রিকেটার। সেখান থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আসছেন ইংলিশ ক্রিকেটার হওয়েল।
তবে ইংল্যান্ডের ক্রিকেট ভিত্তিক সংস্থা প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন্স (পিসিআই) বিপিএলে চুক্তি বদ্ধ হওয়া ইংলিশ ক্রিকেটারদের বাংলাদেশে না আসার পরামর্শ দিয়েছে।
মূলত নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করেই এমন পরামর্শ দিয়েছে তারা। তাদের মতে ইংল্যান্ড জাতীয় দলকে যেভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেভাবে বিপিএলে ইংলিশ ক্রিকেটাররা নিরাপত্তা পাবে না।
তবে পিসিআইয়ের সেই সতর্ক বার্তাকে উপেক্ষা করেই বিপিএলে আসতে রাজি হয়েছেন ইংলিশ ক্রিকেটার বেনি হওয়েল। বিপিএলে চুক্তিবদ্ধ হওয়া ইংলিশ ক্রিকেটারদের মধ্যে হওয়েলই প্রথম বাংলাদেশে আসা নিশ্চিত করেছেন।
চলতি বছরের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি লীগের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়েল। বিপিএলের নতুন ফ্রাঞ্চাইজি খুলনা টাইটান্সে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিপিএল দিয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান এই ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
হওয়েল বললেন, ‘আমার জন্য এটি বিরাট এক সুযোগ। এই টুর্নামেন্ট বেশ ভালো করছে। আমার আশা, ওখানে খেলার অভিজ্ঞতা আমাকে পরের পর্যায়ে যেতে সাহায্য করবে এবং আমাকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন পূরণের কাছে নিয়ে যাবে।’
বিপিএলে খেললে অভিজ্ঞতাও বাড়বে বলে মনে করেন হওয়েল। বলেন, ‘ওখানে খেলা অবশ্যই ইংল্যান্ডে খেলার চেয়ে ভিন্ন হবে। আমি চেষ্টা করব উপভোগ করতে এবং বিশ্বের সেরা সব টি-টোয়েন্টি ক্রিকেটারের বিপক্ষে খেলে যতটা সম্ভব শিখতে।’
উল্লেখ্য হওয়েল ছাড়াও ইংলিশ ক্রিকেটারদের মধ্যে এবার বিপিএলে খেলার সুযোগ পেয়েছেন রবি বোপারা, টাইমাল মিলস, রিকি ওয়েসেলস, সামিত প্যাটেল, জশুয়া কব ও রিচার্ড গ্লিসন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন