সোমবার, এপ্রিল ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিরাপত্তা ইস্যু : যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

‘নিরাপত্তা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ। উভয়ে একত্রে জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলা করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সোমবার বিকেলে বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের প্রিন্সিপাল ডেপুটি সেক্রেটারি উইলিয়াম টডের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ক্রমর্ধমান জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা নিরাপত্তা ইস্যুতে সার্বিক সহযোগিতা করতে চান। যে কোনো জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আগাম প্রতিরোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। তারাও মাঝেমধ্যে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন। তবে হামলার আগে যাতে তা শনাক্ত করা যায়, সেই জন্য তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ‘বৈঠকে আমরাও বলেছি, প্রয়োজনীয় সহযোগিতা করতে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়। সন্ত্রাসী গোষ্ঠীর কোনো তথ্য থাকলে আমাদের দিন, যাতে আগেভাগেই আমরা সতর্ক হতে পারি এবং ঘটনার আগেই ব্যবস্থা নিতে পারি।’

আইএস কিংবা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠন কিংবা তাদের কোনো সদস্য বাংলাদেশে নেই এবং আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে দেশি জঙ্গিদের সম্পর্ক নেই বলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রীকে জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় তারা তাদের প্রযুক্তিগতভাবে অভিজ্ঞদের নিয়ে এসেছেন। তারা সার্বিক সহযোগিতা দিতে চায় বাংলাদেশকে।

‘আমরা বলেছি- সারা বিশ্ব আজ কাউন্টার টেরোরিজমে আক্রান্ত। বাংলাদেশেও বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটছে। আর এসব ঘটনা ঘটাচ্ছে দেশি সন্ত্রাসীরা।’

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জানিয়েছেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। এখানে ধর্মের বিষয়ে কাউকে প্রাধান্য দেওয়া হয় না। সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সমান স্বাধীনতা ভোগ করেন। আমাদের বক্তব্যে তারা সন্তুষ্ট

‘দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে দেশি ও বিদেশি ষড়যন্ত্র হচ্ছে।’

মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, দূতাবাসগুলোতে আগের চেয়ে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। যে কোনো অঘটন মোকাবেলায় আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত রয়েছে।

‘আমরা কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার করেছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা নজরদারি ও অন্যান্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রবেশপথে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপেস্ট বসানো হয়েছে।’

এর আগে যুক্তরাষ্ট্রের প্রিন্সিপাল ডেপুটি সেক্রেটারি উইলিয়াম টডের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারা জঙ্গি ও সন্ত্রাস দমনের বিষয় নিয়ে বৈঠক করেন। এ সময় মার্কিন টিমে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট এবং বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, আইজিপি শহীদুল হক, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, জঙ্গি-সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত সবধরণের সহযোগিতা দেবে। দেশের আইনশৃঙ্খলাবাহিনী, সুশীল সমাজ, সাংবাদিক ও নাগরিকদের সম্মিলিতভাবে জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে কাজ করতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ