নিরাপত্তা নয়, খেলা নিয়েই ভাবছে ইংলিশরা
নিরাপত্তা অজুহাতে নানা নাটকীয়তার পর অবশেষে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। যদিও দলটির নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান শেষ পর্যন্ত আসেনি দলটির সাথে, তবে জস বাটলারের নেতৃত্বেই বর্তমানে ঢাকাতেই অবস্থান করছে তারা। সফরে এসে ইতিমধ্যে প্রথমদিন(০২ অক্টোবর) রবিবার অনুশীলনের পর গণমাধ্যমে নিজেদের সব সঙ্কাকে উড়িয়ে দিয়েছেন ইংলিশদের নতুন এই অধিনায়ক। এবার তার সাথে সুর মিলিয়ে একই ধরণের কথা শোনালেন দলের অন্যতম সদস্য ব্যাটসম্যান জেসন রয়।
রয়ের মতে, এই মুহূর্তে নিরাপত্তা নয়, খেলা নিয়েই ভাবছেন তারা। সোমবার(০৩ অক্টোবর) অনুশীলন শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ নিয়ে খুব বেশি ভাবা হচ্ছে না। নিজেদের কাজ নিয়েই ভাবা হচ্ছে বেশি।’
এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে রয়ের সাথে ওপেনিং করা আরেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস আসেননি এ সফরে। হেলসের না আসাটা কোন প্রভাব ফেলবে কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘যেই আসুক না কেন, এটা সত্যিই রোমাঞ্চকর হবে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে এই অবস্থানে তাদের বিশাল কিছু করে দেখানোর এটাই সুযোগ থাকছে। তার(অ্যালেক্স হেলস) জায়গায় যেই এসেছে তাকে এগিয়ে যেতে হবে। আর মানতে হবে যে তাদের (ডাকেট ও জেমস ভিন্স)সামনে একটা বিশাল সুযোগ। ডাকেট নতুন হিসেবে খেললে সে হয়তো শুরুতে নড়বড়ে থাকবে, কিন্তু সে এর জন্যই যোগ্য।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন