নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আর প্রশ্ন থাকা উচিত নয়: পাপন
নির্বিঘ্নে ‘বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ’ শেষ হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আর প্রশ্ন থাকা উচিত নয় বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি। তারুণ্যনির্ভর টিম টাইগার্সকে টেস্ট র্যাংকিংয়ে’র সাত নম্বরে দেখতে চান তিনি।
টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে হারানোর অভিজ্ঞতা বাংলাদেশ দলের আগেই ছিল। চাওয়া ছিলো শীর্ষ দলগুলোর বিপক্ষে জয়।
র্যাংকিংয়ের চার নম্বরে থাকা ইংল্যান্ডের বিপক্ষে জয়ে যোগ্যতার প্রমাণ দিয়েছে টিম টাইগার্স। প্রথম ওয়ানডেতে হার নিয়ে আক্ষেপ থাকলেও টেস্ট জয়ে অনেকটাই নির্ভার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপাতি নাজমুল হাসান পাপন।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ২০১৫’র অক্টোবরে বাংলাদেশ সফর বাতিল করে টিম অস্ট্রেলিয়া। গুলশানে জঙ্গি হামলার জেরে ইংল্যান্ড দলের সফর নিয়েও সন্দেহ ছিলো।
কিন্তু সিরিজ শেষে নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি অন্য দলগুলোরও বাংলাদেশ সফর করা উচিত বলে মত দিয়েছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। বিসিবি প্রধানও বলছেন, নিরাপত্তা নিয়ে কারো কোন সন্দেহ থাকা উচিত নয়।
নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের আগস্টে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা। ঢাকায় বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলার সময় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখে গেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারোল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন