নিরাপদেই হাতিয়া ত্যাগ করেছেন শাহজাহান!
হাতিয়া (নোয়াখালী) থেকে ফিরে: ৩০ হাজার টাকা চাঁদার দাবিতে নির্মমত নির্যাতনের শিকার নোয়াখালীর হাতিয়া উপজেলার তিন সন্তানের জননী শাহানারা বেগমের নির্যাতনকারী শাহজাহান নিরাপদেই হাতিয়া ত্যাগ করেছেন।
গত রোববার তিনি হাতিয়া ছেড়েছেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। এর আগে তাকে গ্রেপ্তারে বেশ কয়েকবার অভিযান করেছে হাতিয়া থানা পুলিশ।
নোয়াখালী সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) নবজ্যোতি খীসা রোববার রাতে জানান, ঘটনার তদন্তে তিনি রোববার ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেন। নির্যাতনের বিভিন্ন আলমত সংগ্রহ করেছেন। নির্যাতনকারী শাহজাহানকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখা হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। একটু তথ্য পেলেই তিনি সেখানে পুলিশ পাঠিয়ে দেন। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না।
খিসা আরো জানান, শাহজাহানের ব্যবহৃত মোবাইল নম্বর ট্র্যাকিং করে দেখা গেছে সর্বশেষ গতরাত (শনিবার) ৮টা ৫৬ মিনিট পর্যন্ত সে হাতিয়ার সুইজবাজার এলাকায় অবস্থান করছিল। সেখানে অভিযান চালানো হয়েছে। কিন্তু পাওয়া যায়নি। সে এখন ওই নম্বর ব্যবহার করছে না। মনে হচ্ছে রাতেই সে নদী পথে হাতিয়া ত্যাগ করেছে।’
স্থানীয়রা জানান, শনিবার পর্যন্ত শাহজাহান হাতিয়ায় হাতিয়ায় ছিল। হাতিয়া থানা, সদর ওছখালী ও কোর্টের সামনেই তাকে অনেকেই দেখেছেন। কিন্তু রোববার থেকে তাকে দেখা যাচ্ছে না।
এদিকে, প্রতিনিয়ত জীবনের হুমকির মুখে রয়েছে শাহানারা। আত্মরক্ষার্থে এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন। সন্ত্রাসীরা প্রতিনিয়ত তাকে হুমকি দিচ্ছে। ফলে অনেকটা ভয়ে তিনি গত রোববার গোপনে ঢাকায় চলে এসেছেন। সারা শরীরে নরপশুর বর্বর নির্যাতনের ক্ষতচিহ্ন নিয়ে তিনি এখন ভর্তি হয়েছে রাজধানীর ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেলে। আত্মগোপনে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে তাকে। এদিকে, স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে বেড়ে ওঠা শাহজাহান এখনও ধরা-ছোঁয়ার বাইরে।
শাহানারা বেগম জানান, আমজাদ হোসেন ও মিরাজ উদ্দিন নামের দুই ব্যক্তি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের বাড়ি হাতিয়ার চৌমুহনীতে। শাহানারা বলেন, ‘তারা বলছে, কত দিন দারোগা-পুলিশ, সাংবাদিক তোকে বাঁচাবে। তোরে হাতিয়ার রাস্তায় গলা টিপে মারবো। তুই বেশি বাড়াবাড়ি করছিস। তাড়াতাড়ি মামলা তুলে নে। নাহলে এর খেসারত দিতে হবে।’
প্রসঙ্গত, চাঁদা না দেয়ায় গত ১১ এপ্রিল নোয়াখালীর হাতিয়া থানার ‘দালাল’ শাহজাহান দুই ধাপে পেটান হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা তিন সন্তানের জননী শাহানারাকে। তাকে বিবস্ত্র করে দুইধাপে পেটানো হয়। ঘটনাটি এক যুবক মোবাইল ফোনে ধারণ করেন।
https://youtu.be/p4_09lLzRnM
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন