নিরীহদের জঙ্গি সাজিয়ে টিভিতে দেখানো হচ্ছে
মুল অপরাধীদেরকে বাদ দিয়ে সাধারণ ও সরকার বিরোধী নিরিহ মানুষদেরকে গ্রেপ্তার করে জঙ্গি ও সন্ত্রাসী সাজিয়ে টিভিতে দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেন, মুল অপরাধীদেরকে বাদ দিয়ে সাধারণ ও নিরিহ মানুষদেরকে গ্রেপ্তার করায় আসল অপরাধীরা মুখ চেপে হাসছে।
সোমবার দুপুর সোয়া একটায় সুপ্রিমকোর্ট বারের হল রুমে সুপ্রিমকোর্ট বারের উদ্দ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে ক্রসফায়ারের নামে নিরাপরাধ অনেক মানুষদেরকে হত্যা করছে। মাহবুব বলেন, আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ঘৃনা করি। তিনি বলেন, ক্রসফায়ার নয়, আইনের মাধ্যমে অপরাধীদেরকে গ্রেপ্তার করে বিচার করুন।
চলতি মাসের ১ তারিখ হতে দেশে সরকার গ্রেপ্তার অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার বিরোধী নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে অভিযোগ করেছেন খন্দকার মাহবুব হোসেন। সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া, গ্রেপ্তারী পরোয়ানা ছাড়াই এসকল নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন সিনিয়র এই আইনজীবী।
তিনি বলেন, ক্রসফায়ার বন্ধ করুন, আইনের মাধ্যমে বিচার করুন, আইনের শাসন চালু করুন। ক্রসফায়ার দিয়ে আইন অমান্য করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার অনেক নিরিহ মানুষদেরকে কোনো মামলা ও পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করে জঙ্গি হিসেবে টিভিতে দেখাচ্ছে। এগুলো কওে সারকার সারা দেশের মানুষদেও মাঝে ভয়ভীতি তৈরী করছে। যা ফলে দেশের সকল মানুষ এখন ভয়ভীতির মাঝে দিন কাটাচ্ছেন।
চলমান সময়ে সারাদেশে গ্রেপ্তার অভিযানকে তিনি গনগ্রেপ্তার উল্লেখ কওে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ক্রসয়ারের কোনো তদন্ত করা হয় না। ক্রসয়াওে নামে কিল করা হচ্ছে । তিনি বলেন, গত ১ তারিখ হতে হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে সরকার অন্যায় করছে।
সংবাদ সম্মেলনে সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন