সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্ধারণ করা হয়েছে বিপিএলের শীর্ষ খেলোয়াড়দের ভিত্তি মূল্য

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হবে ৪ নভেম্বর থেকে। এর আগের আসরে দেশী আইকন ক্রিকেটারদের থেকে বিদেশী ক্রিকেটাররা অনেক বেশি পারিশ্রমিক পেয়েছেন। তবে কিছুদিন আগে এবারের আসরে দেশি ও বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের ব্যবধান কমিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছিলো বিসিবি। সেই সূত্র মতোই এগুচ্ছে এবারের আসর।

৩০ সেপ্টেম্বর বিপিএলের আসন্ন এই আসরের নিলাম হবে। ইতিমধ্যে শীর্ষ খেলোয়াড়দের ফ্লোর প্রাইসের ড্রাফট করা হয়েছে। আগের আসরে সব আইকন খেলোয়াড়ের ভিত্তি মূল্য একই ছিলো। তবে এই আসরে ক্রিকেটারদের মান অনুযায়ী ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক ভাবে সাত দলের জন্য সাতজনকে আইকন করা হয়েছে। সেখানে সবার থেকে বেশি ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় স্টার সাকিব আল হাসানের। এরপর একই রকম ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে মাশরাফি, মুশফিক, তামিম, রিয়াদের। আইকন খেলোয়াড়দের তালিকায় নিচের দিকে আছেন সাব্বির রহমান ও সৌম্য সরকার। অন্যদিকে এবার আইকন হিসেবে থাকছেন না নাসির হোসেন।

বিপিএলের চতুর্থ আসরে দেশী শীর্ষ খেলোয়াড়দের ভিত্তি মূল্যের ক্রম- সাকিব আল হাসান (৫৫ লাখ), মুশফিকুর রহিম (৫০ লাখ), তামিম ইকবাল (৫০ লাখ), মাহমুদউল্লাহ রিয়াদ (৫০ লাখ), মাশরাফি বিন মুর্তজা (৫০ লাখ), সাব্বির রহমান (৪০ লাখ) ও সৌম্য সরকার (৪০ লাখ)।

অন্যদিকে আইকন খেলোয়াড়দের ভিত্তি মূল্য বাড়ানো হলেও অন্য ক্যাটাগরিতে তা কমানো হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসরে ‘এ’ ক্যাটাগরিতে ১১ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। যাদের ভিত্তি মূল্য করা হয়েছে ২৫ লাখ (আগের আসরে যা ছিলো ২৮ লাখ টাকা)। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ৩৫ জন, তাদের ভিত্তি মূল্য ১৮ লাখ টাকা (আগের আসরে ছিলো ২২ লাখ টাকা)। ‘সি’ ক্যাটাগরিতে আছেন ৫২ জন, তাদের ভিত্তি মূল্য ১২ লাখ টাকা (আগের আসরে ছিল ১৫ লাখ টাকা)। ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ২৮ জন খেলোয়াড়, তাদের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ টাকা।

ভিত্তি মূল্য নির্ধারণ করা হলেও হলেও প্রাথমিকভাবে আইকন খেলোয়াড়দের দলে অন্তর্ভূক্তির ক্ষেত্রে তিনটি পদ্ধতি নিয়ে বিবেচনা করা হয়েছিল। এগুলো হলো- (ক) আইকন খেলোয়াড়রা নিজেরাই নিজের দল বেছে নেবেন (খ) ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের প্রয়োজন অনুসারে সমঝোতার ভিত্তিতে বেছে নেবে আইকন খেলোয়াড় অথবা (গ) বিসিবি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

কিন্তু অবশেষে লটারির মাধ্যমেই আইকন নির্বাচনের দিকে এগিয়েছে বিপিএল-এর গভর্নিং কাউন্সিল। কিছুদিন আগে এবারের আসরে আইকন খেলোয়াড় থাকবে না বলে জানানো হয়েছিলো। তবে আবার পরিবর্তন করে এমন সিদ্ধান্তে পৌঁছানোর পর আর কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন বিপিএলের গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। তিনি বলেছেন, “বিপিএল-এর আইকন খেলোয়াড়দের দল লটারির মাধ্যমেই চূড়ান্ত হবে। সাত আইকন খেলোয়াড়কে পাবে সাতটি ফ্র্যাঞ্চাইজি। এখানে আর কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।”

বিপিএলের গত আসরে ছয় দল থাকলেও এবার থাকছে সাতদল। গত আসর থেকে বাদ পড়েছে সিলেট অন্যদিকে যুক্ত হয়েছে খুলনা ও রাজশাহী। কিছুদিন আগে জানানো হয়েছিলো, আগের আসরে যে পাঁচ দল এবারের আসরেও আছে তারা গতবারের স্কোয়াড থেকে দুইজন খেলোয়াড়কে রেখে দিতে পারবে, তবে কেউ আইকন খেলোয়াড় রাখতে পারবে কি না সেই ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয় নি।

উল্লেখ্য, ৪ নভেম্বর শুরু হয়ে ডাবল লিগ পদ্ধতিতে চলবে এই টুর্নামেন্ট। ডিসেম্বরের ৭ বা ৮ তারিখ বিপিএল সমাপ্ত হবার কথা রয়েছে। এবারের আসর হবে ঢাকা ও চট্টগ্রামে।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি